Advertisement
১৭ মে ২০২৪
Jammu And Kashmir

‘সারে জঁহা সে আচ্ছা’ গাইলেন পাক রাজনীতিক, জানিয়ে দিলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়

ইসলামাবাদের উপত্যকা নীতির বরাবরের সমালোচক তিনি। এই মুহূর্তে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

আলতাফ হুসেন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

আলতাফ হুসেন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫২
Share: Save:

আন্তর্জাতিক স্তরে এখনও ভারতকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরান খান। কিন্তু জম্মু-কাশ্মীর নিয়ে এ বার ভিন্ন সুর ধরা পড়ল তাঁরই দেশের এক রাজনীতিকের গলায়। জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মেনে নিলেন তিনি। সেই সঙ্গে ‘সারে জঁহাসে আচ্ছা, হিন্দোস্তাঁ হমারা’ গেয়েও শোনালেন।

ইমরানের অস্বস্তি যিনি বাড়িয়েছেন, তিনি আর কেউ নন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন। ইসলামাবাদের উপত্যকা নীতির বরাবরের সমালোচক তিনি। এই মুহূর্তে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে সম্প্রতি সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আলতাফ হুসেন। তিনি বলেন, ‘‘৩৭০ ধারা বিলোপ একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। মানুষের সমর্থনেই ভারত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।’’

আলতাফ আরও বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে আক্রমণ চালাতে পাকিস্তানের জনজাতি সম্প্রদায়কে ব্যবহার করে পাকিস্তান। হামলা চালাতে তাঁদের হাতে অস্ত্র তুলে দেয়। উপত্যকার দখল পেতেও তাঁদের ব্যবহার করে। এর পরেই ভারতের দ্বারস্থ হন রাজা হরি সিংহ। কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন।’’

আরও পড়ুন: ‘প্রতিহিংসার রাজনীতি ছাড়ুন’, জিডিপি বৃদ্ধির হার নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মনমোহনের​

উপত্যকার দখল পেতে পাকিস্তান সরকার কাশ্মীরবাসীকে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন আলতাফ হুসেন। তাঁর কথায়, ‘‘উপত্যকার জন্য ভারতের সঙ্গে চার-চার বার যুদ্ধ করেছে পাকিস্তান। প্রতিবারই পরাজিত হয়েছে। তার পরেও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি। লাগাতার ভারতে জিহাদি অনুপ্রবেশ ঘটিয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধি করতে নিরীহ কাশ্মীরবাসীকে ব্যবহার করছে পাকিস্তান। তাঁদের এমন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পাকিস্তানের পতাকা হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না তাঁদের কাছে।’’

আরও পড়ুন: ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা দেখা করলেন পরিবারের সঙ্গে​

সংখ্যালঘু বালোচ, পাখতুন, সিন্ধি এবং গিলগিটদের উপর পাক সেনা নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন আলতাফ হুসেন। তাঁর দাবি, ভারত ও পাকিস্তান এক সঙ্গে স্বাধীনতা লাভ করলেও, নিজের দোষেই আজ পাকিস্তান সব ক্ষেত্রে ভারতের থেকে পিছিয়ে। এর পরই ‘সারে জঁহা সে আচ্ছা, হিন্দুস্তান হমারা’ গাইতে শুরু করেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE