Advertisement
০২ মে ২০২৪
Revlon

‘ভুল’ করে রেভলনকে ৯০ কোটি ডলার ঋণ দিয়ে ফেলল সিটি ব্যাঙ্ক

রেভলনের তরফে এখনও টাকা ফেরতের কোনও উদ্যোগ দেখা না যাওয়ায় বিষয়টি আইনি লড়াইয়ের দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে।

আর্থিক বিবাদে সিটি ব্যাঙ্ক— ফাইল চিত্র।

আর্থিক বিবাদে সিটি ব্যাঙ্ক— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ১২:৩৫
Share: Save:

বিপত্তি এ বার ডিজিট্যাল ঋণে। ‘ক্ল্যারিকাল মিস্টেক’-এর কারণে বিশ্বখ্যাত প্রসাধনী সংস্থা রেভলনের সঙ্গে সঙ্ঘাতে আমেরিকার সিটি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সিটি ব্যাঙ্কের দাবি, গত বুধবার নিউ ইয়র্ক শাখার ঋণ বিভাগের কর্মীদের ‘ক্ল্যারিকাল’ ত্রুটির ফলে প্রায় ৯০ কোটি ডলার (প্রায় ৬,৭৩৩ কোটি টাকা) চলে গিয়েছে প্রসাধনী সামগ্রী নির্মাতা রন পেরেলম্যানের সংস্থার কাছে। ওই টাকা ফেরতের দাবি জানায় সিটি ব্যাঙ্ক

কিন্তু রেভলনের তরফে এখনও টাকা ফেরতের কোনও উদ্যোগ দেখা না যাওয়ায় বিষয়টি আইনি লড়াইয়ের দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। রেভলন সংস্থার এক আধিকারিক বলেছেন, এখনও পর্যন্ত তাঁরা ঋণ পরিশোধ করেননি।

আরও পড়ুন: ‘ভয়ে’ বিজেপিকে চটায় না ফেসবুক, দাবি মার্কিন সংবাদপত্রে

সিটি ব্যাঙ্কের আর্থিক পরামর্শদাতা মাইকেল স্ট্যান্টনের মতে, প্রায় এক বিলিয়ন ডলারের এই ক্রুটি ব্যাঙ্কের ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়।

আরও পড়ুন: দারিদ্র দূরীকরণে পরিযায়ীদের তথ্য জরুরি, মত অভিজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Revlon Citigroup Citi Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE