Advertisement
২৬ এপ্রিল ২০২৪

৮ মাস পরে মুক্ত প্যালেস্তাইনি কন্যা

দুই সেনাকে চড় মারার অপরাধে আট মাস জেল হয়েছিল প্যালেস্তাইনি কিশোরীর। আজ মুক্তি পেল আহেদ তামিমি নামে সেই মেয়েটি। বন্দি ছিলেন তার মা-ও। ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে প্যালেস্তাইনের প্রতিবাদে এখন আহেদই হয়ে উঠেছে অন্যতম মুখ। তার ভিডিয়ো ঘুরছে সবার কাছে।

মুক্তমনা: জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাবা-মার সঙ্গে আহেদ তামিমি। রবিবার পশ্চিম ভূখণ্ডে। এএফপি

মুক্তমনা: জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাবা-মার সঙ্গে আহেদ তামিমি। রবিবার পশ্চিম ভূখণ্ডে। এএফপি

জেরুসালেম
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০২:৪৩
Share: Save:

দুই সেনাকে চড় মারার অপরাধে আট মাস জেল হয়েছিল প্যালেস্তাইনি কিশোরীর। আজ মুক্তি পেল আহেদ তামিমি নামে সেই মেয়েটি। বন্দি ছিলেন তার মা-ও। ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে প্যালেস্তাইনের প্রতিবাদে এখন আহেদই হয়ে উঠেছে অন্যতম মুখ। তার ভিডিয়ো ঘুরছে সবার কাছে।

আহেদের বয়স ১৭। আজ ছাড়া পাওয়ার পরে মা নরিম্যানের সঙ্গে ওয়েস্ট ব্যাঙ্কে নিজেদের গ্রাম নবি সালে-তে পৌঁছয় সে। সেখানে তাঁদের ঘিরে ধরে হাজার হাজার সমর্থক এবং বহু সাংবাদিক। ভিড় ঠেলে প্রায় শোনাই যাচ্ছিল না আহেদের গলা। সে বলেছে, ‘‘যত দিন না ইজ়রায়েলি আগ্রাসন শেষ হচ্ছে, প্রতিবাদ চলবে। জেলে বন্দি মহিলারা খুব সাহসী। ওঁদের পাশে আছি। আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।’’

আহেদের বাবা বাশাম স্ত্রী-কন্যাকে জড়িয়ে একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যান। ভিড় থেকে স্লোগান আসে, ‘‘আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই।’’ পরে আহেদ যায় রামাল্লায় প্যালেস্তাইনি নেতা ইয়াসের আরাফতের সমাধিক্ষেত্রে ফুল দিতে। গত জুনে ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে নিহত এক যুবকের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে এই কিশোরী। ওই যুবক ইজ়রায়েলি সেনার দিকে পাথর ছুড়েছিলেন।

ইজ়রায়েলি প্রশাসন আহেদের মুক্তির বিষয়টি পুরোপুরি চেপে দিতে চেয়েছিল বলে দাবি। ঠিক কখন কোথা থেকে ওই কিশোরীকে ছাড়া হবে, তা নিয়ে ধন্দ তৈরি করা হচ্ছিল। সমর্থক ও সাংবাদিকরা যাতে যথাসময়ে পৌঁছতে না পারেন, তার জন্য ইজ়রায়েলের শ্যারন কারাগার থেকে রবিবার ভোর-ভোর আহেদ আর তার মাকে গাড়িতে নিয়ে আসা হয়। কোন সেনাছাউনির কাছ থেকে তারা সীমান্ত পেরোবে, তা-ও তিন বার বদল করা হয়। শেষমেশ রান্তিস সেনাছাউনি থেকে আহেদকে ছাড়ার কথা ঘোষণা করা হয়। সেখানে লোকজন ভিড় জমালেও সেনার গাড়ি আহেদদের নিয়ে এগিয়ে যায় নবি সালেহর দিকে।

গত ডিসেম্বরে আহেদের চড় মারার সেই ভিডিয়ো এখন ভাইরাল। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার প্রশংসা করেছেন। ইজ়রায়েল অবশ্য এখনও হাত ধুয়ে পড়ে আছে আহেদের পিছনে। তাদের দাবি, এই কিশোরীকে ব্যবহার করছে তার পরিবার। জেরুসালেমের একটি মানবাধিকার সংস্থার তরফে ওমর শাকির টুইট করে আহেদের কথা জানান। তার পরেই তাঁর সংযোজন, ‘‘আহেদ তামিমি মুক্ত। কিন্তু

কয়েকশো প্যালেস্তাইনি শিশু এখনও বন্দি। তাদের দিকে নজর দেওয়ার কেউ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamimi Palestinian protest icon Israeli prison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE