Advertisement
২৫ এপ্রিল ২০২৪
UN Secretary General

সিএএ-কাশ্মীর: আবার খোঁচা গুতেরেসের

ইসলামাবাদে সিএএ-এনআরসি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই উদ্বিগ্ন। ”

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০২:০১
Share: Save:

পাকিস্তানে দাঁড়িয়ে সিএএ-এনআরসি এবং কাশ্মীর নিয়ে ফের ভারত সরকারকে বিঁধলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিন দিনের পাক সফরে এসেছেন গুতেরেস। আজ ইসলামাবাদে সিএএ-এনআরসি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই উদ্বিগ্ন। যদি নাগরিকত্ব আইন বদলায় তা হলে নিশ্চিত করতে হবে যাতে কেউ দেশহীন হয়ে না যান। কারণ কোনও দেশের এই ধরনের আইনে অনেকে দেশহীন হয়ে যেতে পারেন। কোনও দেশকে নিজের দেশ বলার অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে।’’ তাঁর বক্তব্য, ‘‘রাষ্ট্রপুঞ্জের বর্তমান উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার দেশহীন মানুষের বিষয়টি নিয়ে খুবই সক্রিয়।’’

কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের দু’টি রিপোর্টে কূটনৈতিক অস্বস্তি বেড়েছিল দিল্লির। রবিবারও ইসলামাবাদে গুতেরেস জানান, তিনি কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজনে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতেও তিনি রাজি। জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান বেআইনি ভাবে কাশ্মীরের যে অংশ দখল করে রয়েছে তা তারা কী ভাবে ছেড়ে যাবে তা নিয়ে আলোচনা প্রয়োজন। আর কোনও সমস্যা থাকলে দ্বিপাক্ষিক স্তরে আলোচনা হতে পারে। তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রশ্ন নেই।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেন, ‘‘কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের দু’টি রিপোর্টে সেখানকার পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। সেগুলি গুরুত্ব দিয়ে বিচার করা প্রয়োজন।’’ তাঁর দাবি, ‘‘কাশ্মীরে গিয়ে তদন্ত করতে পারে এমন উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়ার অধিকার আছে একমাত্র নিরাপত্তা পরিষদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UN Secretary General CAA Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE