Advertisement
০৮ মে ২০২৪
Viral vide

জলে ডুবে যাওয়ার হাত থেকে বন্ধুকে বাঁচাল তিন বছরের শিশু!

আর্থারের বন্ধুই জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিং পুল জল থেকে।

ফেসবুক থেকে নেওয়া ছবি।

ফেসবুক থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
ব্রাসিলিয়া শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ২১:৫২
Share: Save:

বয়স মাত্র তিন বছর, এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে গেল এক শিশু। আর হবে নাই বা কেন, তার বয়সি এক শিশুকে জলে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার যে করেছে। আর তার এই সাহস আর উপস্থিত বুদ্ধির জন্যই নেটাগরিকরা তার প্রশংসা করছেন, তাকে হিরো বলছেন।

ব্রাজিলের পোলিয়ানা কনসোলে দে ওলিভেরা নামে এক মহিলা তাঁর ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ছেলে আর্থার তার বন্ধুকে জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। পোলিয়ানা সেই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা নজরদারি ক্যামেরায় ধরা পড়েছিল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে একটি ছোট্ট সুইমিং পুলের সামনে খেলছে দুই শিশু। তারা পুলে পড়ে যাওয়া একটি সুইমিং রিং জল থেকে টেনে তোলার চেষ্টা করছে। আর এই চেষ্টা করতে গিয়ে আর্থারের বন্ধুই জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিং পুল জল থেকে।

আরও পড়ুন: সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গাড়ি ধোয়ার জায়গায় স্নান যুবকের, ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা

আরও পড়ুন: মহিলার হাতে মার খাচ্ছেন নিরাপত্তা কর্মী, ধরা পড়ল নজরদারি ক্যামেরায়

পোলিয়ানা, পোস্টে সবাইকে সতর্ক করে লিখেছন, যাঁদের বাড়িতে সুইমিংপুল এবং শিশু রয়েছে তাঁদের সতর্ক থাকা উচিত। যেন কোনও ভাবেই শিশুরা একা একা সেদিকে না চলে যায়।

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral vide Social Media Child Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE