Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Balloon

বেলুন থেকে তৈরি হচ্ছে পোশাক! দেখেছেন?

গত সপ্তাহে লন্ডনে আয়োজিত হয়েছিল সেন্ট্রাল সেন্ট মার্টিন ফ্যাশন শো। সেখানে নরওয়ের এক ডিজাইনার তাঁর তৈরি নতুন পোশাকের যে সম্ভার দেখিয়েছেন তা নিয়েই এখন আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

বেলুন হয়ে যাচ্ছে পোশাক! ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

বেলুন হয়ে যাচ্ছে পোশাক! ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১৩:২৭
Share: Save:

বিশ্বজুড়ে পোশাকের বৈচিত্র কম কিছু নেই। পোশাকের ডিজাইনাররা তবুও প্রতিনিয়ত তৈরি করে চলেছেন নতুন ডিজাইনের পোশাক। আর তাঁদের তৈরি সেই পোকাশের সম্ভার জন সাধারণের কাছে পৌঁছে দেওয়ার সেরা মঞ্চ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া ফ্যাশন শোগুলি। গত সপ্তাহে লন্ডনে আয়োজিত হয়েছিল সেন্ট্রাল সেন্ট মার্টিন ফ্যাশন শো। সেখানে নরওয়ের এক ডিজাইনার তাঁর তৈরি নতুন পোশাকের যে সম্ভার দেখিয়েছেন তা নিয়েই এখন আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

নরওয়ের ডিজাইনার ফ্রেডরিক জারান্ডসেন এক নতুন ধরনের পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন লন্ডনের ওই ফ্যাশন শো-তে। সেখানে দেখা যাচ্ছে বেলুন পরে র‌্যাম্পে আসছেন সব মডেলরা। তারপর সেই বেলুনই পরিবর্তিত হয়ে পোশাক হচ্ছে। তার এই অভিনব পোশাকের ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তার পরই নেটিজেনরা আলোচনায় মেতেছেন বেলুন থেকে তৈরি এই পোশাক নিয়ে।

নিজের তৈরি এই পোশাকের কার্যপ্রণালী নিয়ে জানিয়েছেন ফ্রেডরিক। তিনি বলেছেন, ‘‘এয়ার প্রেসার সিস্টেমকে কাজে লাগিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে। বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করেই পোশাক খোলা পরা করা হচ্ছে।’’

Wonder @fredriktjaerandsen

A post shared by TianweiZhang (@tianweizhang) on

আরও পড়ুন: ফিরে দেখা স্টোন ওয়াল মুভমেন্টের মুহূর্ত তুলে ধরল গুগ্‌ল ডুডল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fashion Show Bizarre London
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE