করোনায় আক্রান্ত হয়ে ভুগেছেন অনেক দিন। জীবনে দ্বিতীয় বার সুযোগ পেয়েছেন। তবে কেন নতুন কিছু করে দেখবেন না তিনি?
সেই ভাবনা থেকেই পঞ্চাশ পার করা বধূ ঘরে ঘি বানিয়ে বিক্রি করা শুরু করেন। ভাবেন, শুধু বাড়ির কাজ নয়, আরও কিছু করা জরুরি। নিজের গুণ নষ্ট হতে দেওয়া যায় না।
ভাল ঘি বানাতে জানতেন। কিন্তু শুধু পরিবারের সকলের জন্যই বানাতেন। এ বার সেই ঘি-ই আরও বেশি পরিমাণে বানানো শুরু করেন। শুধু পরিবার-পরিজন নয়, অন্যরাও চেখে দেখুন তাঁর হাতে তৈরি ঘি। এমনই ইচ্ছা হয় পঞ্জাবি এক বধূ কমলজিৎ কৌরের।