মণীশ মলহোত্রের ডিজ়াইন করা হালকা সবুজ রঙের জমকালো শাড়ি। তাঁরই সংগ্রহের হিরের গয়না। রাজকীয় সাজেই বিয়ের আসরে প্রবেশ করেছিলেন অভিনেত্রী হিনা খান। কিন্তু নজর কাড়ল তাঁর দুই পা। বলা ভাল, পায়ের তলা। ফ্যাশনজগতে উদাহরণ তৈরি করলেন ‘ইয়ে রিশ্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর নায়িকা।
দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর গত ৪ জুন রকি জয়সওয়ালকে বিয়ে করলেন হিনা খান। বিয়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পর চর্চায় এল তাঁর সাজ। বিশেষ করে মেহন্দি সাজের দিকে নজর গিয়েছে অনুরাগীদের।

বিয়েতে হাতের পাশাপাশি পায়ের উপরে মেহন্দি পরার চল তো বহু দিনের। ছবি: সংগৃহীত।
বিয়েতে হাতের পাশাপাশি পায়ে মেহন্দি পরার চল তো বহু দিনের। কিন্তু পায়ের তলাকে সাজানোর এই রীতি খুব একটা নজরে আসে না। আলতা পরার ক্ষেত্রে যদি পায়ের তলার ধার বরাবর রেখা টেনে দেওয়া হয়। কিন্তু মেহন্দিও যে পায়ের তলায় পৌঁছোয়, তা-ও এত সুন্দর করে, তা দেখালেন হিনা। পায়ে মেহন্দি পরলে সচরাচর যে ডিজ়াইন দেখা যায়, তা হল আঙুলগুলি ভরিয়ে দেওয়া, আর পাতার উপরে মাঝে একটি ছোট বা বড় নকশা। কিন্তু সে ডিজ়াইনের উলটপুরাণ ঘটল অভিনেত্রীর মেহন্দিতে। পায়ের পাতার উপরে হালকা নকশা, আর দু’টি পায়ের তলার ঠিক মাঝখানে একটি বিশাল ফুলের নকশা করা। বাকি অংশটি ঢাকা ছিল গাঢ় মেহন্দিতে। আর এই মেহন্দি সাজের সৌজন্যে বলিউডের জনপ্রিয় মেহন্দি শিল্পী বীণা নাগদা। যিনি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের বিয়েতে তাঁদের মেহন্দি পরিয়েছিলেন।
আরও পড়ুন:
ইংরেজি ভাষায় মেহন্দি পরার এই কৌশলকে বলা হচ্ছে ‘সোল মেহন্দি’। সোল অর্থাৎ পায়ের তলা। শুধু উপরের অংশ বা গোড়ালির চারপাশে নয়, পায়ের তলাতেও এ ভাবেই মেহন্দি পরানো হয়। যদিও পায়ের মেহন্দি ভারতের একাধিক ধর্মের বিবাহ সংস্কৃতিতে নতুন নয়, তবুও সাধারণত পায়ের উপরের অংশেই পরানো হয়। কিন্তু ক্যানসার আক্রান্ত হিনা শরীরের সবচেয়ে অবহেলিত অংশের প্রতি নজর আকর্ষণ করাতে সফল হয়েছেন।

হিনা নিজের বিয়েতে মেহন্দির নতুন কৌশল প্রয়োগ করে অনেককেই অনুপ্রাণিত করেছেন। ছবি: সংগৃহীত।
তা ছাড়া হিনার পোস্ট করা ছবি দেখে বোঝা যাচ্ছে, পায়ের তলার মেহন্দিতে রংও ধরেছে ভাল। আসলে সে অংশে ত্বকের ঘনত্ব বেশি বলে গাঢ় রং এসেছে। বিয়ের আসরে বসে থাকার সময়ে অথবা ফোটোশুটের সময়ে পায়ের তলার অংশ অনেক ক্ষেত্রে দৃশ্যমান হয়। তার পরও সে অংশের সাজ নিয়ে খুব বেশি ভাবতে দেখা যায়নি কাউকে। হিনা নিজের বিয়েতে মেহন্দির নতুন কৌশল প্রয়োগ করে অনেককেই অনুপ্রাণিত করেছেন।