Advertisement
E-Paper

Alia Bhatt’s look: বড়দিনে কী পরবেন তা নিয়ে চিন্তায়? আলিয়া ভট্ট দেখাচ্ছেন পথ

বড়দিনে কী পরবেন, তা নিয়ে বিভ্রান্ত হলে আলিয়া ভট্টর থেকে নিন কিছু পরামর্শ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৮:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বড়দিন প্রায় এসে গেছে এবং তার কিছু দিন পরই বছর শেষের আনন্দ করার জন্যেও সবাই এখন প্রস্তুত। এই সময় বাড়ি সাজানোর পাশাপাশি সাজিয়ে ফেলতে হবে নিজেকেও। কিন্তু

নিজের সাজসজ্জার জন্য সঠিক পোশাক নির্বাচন করতে গিয়ে হিমশিম খান অনেকেই। সে ক্ষেত্রে আপনার প্রিয় তারকাই হতে পারেন আপনার পরিত্রাতা। এই সময়ে কী পরবেন তা

নিয়ে বিভ্রান্ত হলে, আলিয়া ভট্টর কাছ থেকে নিতে পারেন কিছু পরামর্শ, যিনি সদ্যই তাঁর আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-র মুক্তির প্রচারে নজর কেড়েছেন তাঁর পোশাকে। পোশাকশিল্পী অনিকেত

সতমের তৈরি ফিরোজা, নীল এবং গোলাপি রঙের একটি সুন্দর জ্যাকেটের সঙ্গে তাঁর পরনে ছিল চামড়ার তৈরি খাটো স্কার্ট। স্কার্টের নিচের কালো স্টকিংস সমস্ত সাজকে পূর্ণতা

দিয়েছিল।

অনিতা স্রফ আদজানিয়ার নির্দেশনায় এই বিশেষ সাজে এই আলিয়া কোনও গয়নাই পরেননি। বরং কয়েকটি সোনালি আংটিই ছিল তাঁর সাজের অভিজ্ঞান। পনিটেল করে বাঁধা তাঁর

চুল মুখের গড়নকে স্পষ্ট করে তুলেছিল এই সাজে। চকচকে আইশ্যাডো, মসৃণ আইলাইনার, মাস্কারা দেওয়া চোখ, ঠোঁটে লিপস্টিক এবং হাইলাইট করা আলিয়ার গালে মেকআপও

ছিল ত্রুটিহীন।

বছরের শেষে এই সাজে সেজে উঠতে পারেন আপনিও। উৎসব হয়ে উঠবে আরও মোহময়।

Alia Bhatt christmas dress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy