চুলের যত্ন নিতে বাজার চলতি রাসায়নিক প্রসাধনীর বদলে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া টোটকায়। ইদানীং ঘরোয়া পদ্ধতিতে চুলের পরিচর্যার প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। শ্যাম্পুর পরিবর্তে অনেকেই এই উপাদান দিয়ে চুল ধোওয়া শুরু করেছেন।
অ্যাপেল সিডার ভিনিগার কী ভাবে যত্ন নেয় চুলের?
চুলের ঘন করে: চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন বহু মানুষ।মাত্রাতিরিক্ত হারে চুল পড়ার ফলে চুল পাতলা হয়ে যেতে থাকে। এই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অ্যাপেলসিডার ভিনিগার। দুই চামচ ভিনিগারের সঙ্গে অল্প জল মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করলে চুল পড়ার সমস্যা কমবে।