নভেম্বরের মানেই শীতের আগমন। অল্প অল্প শীত পড়তে শুরু করেছে। এই সময়ে ছাদে বা বারান্দায় বসে রোদ পোহাতে বেশ লাগে। তবে, জানেন কি গরমের চেয়ে শীতের রোদে ত্বক পোড়ে বেশি? ত্বকের পোড়া ভাব কমাতে বেসন সবচেয়ে ভাল কাজ করে। কী ভাবে?
১) এক চামচ দই, দু’চামচ মধু এবং দু’চামচ বেসন একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ । শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বকের অন্দরের প্রদাহ হ্রাস পায়।
২) শীতকালে ত্বক খুবই শুষ্ক হয়ে পড়ে। ফলে দ্রুত রোদে পুড়ে যায়। বেসন ও কাঁচা দুধের মিশ্রণ তৈরি করে হাল্কা হাতে মুখে মেখে নিন। খটখটে হয়ে এলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে কোমল ও মসৃণ করে তোলে।