ঠান্ডায় শরীরে রোদের স্পর্শ ভাল লাগে। হয়তো তাই শীতে গায়ে রোদ লাগানোও হয় বেশি। তা শরীরের জন্য ক্ষতিকর না হলেও ত্বকে এর প্রভাব পড়তে পারে। চামড়ার রঙে রোদে পোড়া ভাব লক্ষ্য করা যেতে পারে। পার্টির মরসুমে তা একেবারেই কাম্য নয়। তাই ত্বকে রোদে পোড়া ভাব লক্ষ্য করলে ঘরোয়া উপায়েই করে ফেলুন সমাধান। সহজ তিনটি ফেসপ্যাক কাজে দিতে পারে।
১. দই, বেসন ও হলুদ ফেসপ্যাক
এটি একটি ক্লাসিক ফেসপ্যাক যা ট্যান দূর করতে, মৃত কোষ সরাতে এবং ত্বককে উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী।
উপকরণ: ২ চামচ টক দই, ১ চামচ বেসন, এক চিমটি হলুদ
প্রণালী: সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন, বা যতক্ষণ না এটি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে হালকাভাবে জল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
২. লেবুর রস, মধু ও গোলাপ জল ফেসপ্যাক
লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, অন্যদিকে মধু ত্বককে আর্দ্র রাখে যা শীতকালের রুক্ষ আবহাওয়ায় জরুরি।
উপকরণ: ১ চামচ লেবুর রস, ১ চা চামচ অ্যালোভেরা জেল বা শসার রস, ১ চামচ মধু , ১/২ চামচ গোলাপ
প্রণালী: সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।তবে এই প্যাক ব্যবহার করার ২৪ ঘণ্টার মধ্যে সরাসরি রোদে বেরোনো যাবে না।
৩. আলুর রস ও মুলতানি মাটি ফেসপ্যাক
আলুর রসে মৃদু ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে যা ট্যান হালকা করতে পরিচিত। মুলতানি মাটি ত্বককে পরিষ্কার করে।
উপকরণ: ২ চামচ আলুর রস, ১ চামচ মুলতানি মাটি, অল্প পরিমাণে গোলাপ জল বা জল
প্রণালী: আলুর রস, মুলতানি মাটি এবং প্রয়োজনমতো জল বা গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগান এবং ২০ মিনিট বা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।