বয়স হচ্ছে তা জানান দেয় চোখের চারপাশের ত্বক। চারপাশের ত্বক বাকি মুখের চেয়ে বেশি স্পর্শকাতর হয়। তাই আর্দ্রতার অভাবে নানা রকম দাগ, বলিরেখা এখানেই প্রথম পড়া শুরু করে। প্রয়োজন অধিক যত্নের।তবে প্রাথমিক ভাবে অনেকেই বুঝে উঠতে পারেন না চোখের তলায় কী ধরনের ক্রিম লাগানো যেতে পারে। বাজারে বলিরেখা দূর করার প্রসাধনীর অভাব নেই। এতে শুধু বিভ্রান্তি বৃদ্ধিই পায়। তাই বলিরেখা আড়াল করার জন্য প্রয়োজনীয় উপাদান সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।
হায়লারনিক অ্যাসিড
এই উপাদানটি চোখের নীচের অংশের চারপাশে আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। ফলে সহজে বলিরেখা পড়তে পারে না।