অফিস সেরে আর কত কী করতে পারেন! কোনও দিন বন্ধুর সঙ্গে দেখা করে এক কাপ কফি খেতে গেলে মুশকিলে পড়তে হয়। কারণ পরের দিনের সান্ধ্য আড্ডায় যাওয়ার আগে যে উপহার কেনার, তা আর হয়ে ওঠে না। আবার পোশাক-গয়না কিনতে বেরোলে কফি খাওয়ার সুযোগ হয় না।
সে সমস্যার সমাধান করতেই শুরু হয়েছে পপ-আপ প্রদর্শনী। প্রিন্স আনোয়ার শাহ রোডের ‘বোহো ট্রাঙ্ক কাফে অ্যান্ড স্টোর’-এ গেলেই দেখা যাবে রকমারি পোশাক ও গয়না। নিজের জন্য তো কেনা যাবেই, সঙ্গে মিলবে উপহার দেওয়ার মতো সামগ্রী।