মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে? বলিরেখাগুলি কি ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে? ইশ! যদি আরও কয়েক বছর বয়স ধরে রাখা যেত! এই ভেবে নিয়মিত ত্বকের পরিচর্যা শুরু করলেন। সকালে এক রকম ক্রিম, রাতের এক রকম ক্রিম। কোনওটি কাজ করল, কোনওটি করল না! মাঝখান থেকে আপনার বেশ কিছু টাকাপয়সা বেরিয়ে গেল! আচ্ছা যদি এমন হয় যে, চা খেয়েই আপনি বয়স কমাতে পারবেন? আজগুবি নয়। কোরিয়ার এই চায়ের রেসিপি নাকি এই কারণেই প্রসিদ্ধ। এই চা নিয়মিত খেলে বলিরেখা দূর হবে অচিরেই!