Advertisement
E-Paper

বুটকাট আর বেল বটম জিন্‌স কি নতুন করে ফিরছে ফ্যাশনে? কী ভাবে পরলে ভাল লাগবে?

হাঁটু পর্যন্ত আঁটসাঁট এবং হাঁটুর তলা থেকে প্যান্টের ঘের খানিকটা ছড়ানো। তবে নাবিকেরা সেই নকশায় আরও একটু বদল এনে ঘের বাড়িয়ে নিলেন। নতুন কাটের প্যান্টের নাম দেওয়া হল বেল বটম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬
বুটকাট জিন্‌স পরতে চান?

বুটকাট জিন্‌স পরতে চান? ছবি : সংগৃহীত।

দেড়শো বছর আগে আমেরিকার কাউবয়দের উঁচু বুটকে জায়গা দিতে জিন্‌সের ঘের বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মান-আমেরিকান জিন্‌স প্রস্তুতকারক লেভি স্ট্রস। বুটের জন্য জিন্‌সের কাটের এই বদল। তাই নাম হয়েছিল ‘বুটকাট’। সেই জিন্‌স আমেরিকার কাউবয়রা তো পরতেনই, উনিশ শতকে দেখা গেল আমেরিকার নাবিকেরাও অনেকটা একই ধরনের কাটের প্যান্ট পরতে শুরু করেছেন।

হাঁটু পর্যন্ত আঁটসাঁট এবং হাঁটুর তলা থেকে প্যান্টের ঘের খানিকটা ছড়ানো। তবে নাবিকেরা সেই নকশায় আরও একটু বদল এনে ঘের একটু বেশি বাড়িয়ে নিলেন। নতুন কাটের প্যান্টের নাম দেওয়া হল ‘বেল বটম’। আমেরিকার নাবিকদের তখনও তেমন কড়া পোশাকবিধি ছিল না। পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারতেন তাঁরা। সেই সব ‘পরীক্ষা’ ফ্যাশন হিসাবে অনুপ্রেরণাও দিত সাধারণ মানুষকে। উনিশ শতকের এমন বহু ফ্যাশনই আমেরিকান নাবিকদের ফ্যাশন থেকে অনুপ্রাণিত। সেই ভাবেই বুটকাট এবং বেল বটমও হয়ে উঠল সাধারণের ফ্যাশন। এটি জনপ্রিয় হয়ে ওঠে ষাট বা সত্তরের দশকের হিপি বা বিট প্রজন্মের আন্দোলনের সময়।

রণবীর সিংহ বেল বটম জিন্‌সের সঙ্গে পরেছেন লম্বা ঝুলের সুতির শার্ট। শাহরুখ বুট কাট জিন্‌সের স্টাইল করেছেন টিশার্ট আর ফিটেড জ্যাকেট দিয়ে। সলমনের বুটকাট অপেক্ষাকৃত কম ঘেরের। তিনিও পরেছেন টিশার্ট এবং খাটো ঝুলের জ্যাকেট।

রণবীর সিংহ বেল বটম জিন্‌সের সঙ্গে পরেছেন লম্বা ঝুলের সুতির শার্ট। শাহরুখ বুট কাট জিন্‌সের স্টাইল করেছেন টিশার্ট আর ফিটেড জ্যাকেট দিয়ে। সলমনের বুটকাট অপেক্ষাকৃত কম ঘেরের। তিনিও পরেছেন টিশার্ট এবং খাটো ঝুলের জ্যাকেট। ছবি: সংগৃহীত।

পরবর্তী কালে হলিউড তো বটেই, বলিউডের ফ্যাশনকেও প্রভাবিত করেছে বুটকাট-বেল বটম প্যান্ট। বলিউডে অমিতাভ বচ্চন, রাজেশ খন্নারা বেল বটম প্যান্ট পরেছেন। আবার পরবর্তী কালে শাহরুখ খান-সলমন খানকেও পরতে দেখা গিয়েছে বেল বটম। ২০০০ সালে বলিউডে নতুন করে ঝড় তুলেছিল বুটকাট এবং বেল বটম। কিন্তু মাঝের কয়েক বছর হঠাৎই সেই ফ্যাশন উধাও হয়ে গিয়েছিল। বদলে জনপ্রিয়তা বেড়েছিল স্কিনটাইট, ট্যাপার্ড ফিট জিন্‌সের। কিন্তু নতুন ট্রেন্ড বলছে, সেই ফ্যাশন আবার এসেছে ফিরিয়া।

বেল বটম জিন্‌সে অনন্যা পান্ডে, আলিয়া ভট্ট এবং জাহ্নবী কপূর।

বেল বটম জিন্‌সে অনন্যা পান্ডে, আলিয়া ভট্ট এবং জাহ্নবী কপূর। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ফ্যাশন জগতে তো বটেই, বলিউডেও আবার একটু একটু করে ফিরছে বুটকাট-বেল বটম। আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনন্যা পান্ডেরা তো পরছেনই, রণবীর সিংহ, রাজকুমার রাও, বিজয় বর্মা, শাহরুখ, সলমনও পরছেন। ফ্যাশনের সেই নতুন ধারা বা ট্রেন্ড অনুসরণ করে আপনিও যদি বেলবটম পরতে চান, তবে কী ভাবে পরবেন?

১। ফিট যেন ভাল হয়: ভাল ফিটের জিন্‌স না হলে পুরো সাজই কিন্তু মাঠে মারা যাবে।

২। গায়ের আদল বোঝা যাবে না, এমন শার্ট বা টপ না পরা: আঁটসাঁট পোশাক পরতেই হবে, তা কিন্তু নয়। তবে যে হেতু প্যান্টের অনেকটা অংশই ছড়ানো, তাই সঙ্গের জামায় বাকি ভারসম্য রক্ষা করতে হবে। এমন কোনও পোশাক পরুন, যা শরীরের ছাঁদকে স্পষ্ট করে। খুব ঢলঢলে, শরীরের ছাঁদ বোঝা যাচ্ছে না, এমন পোশাক না পরাই ভাল। ছেলেরা ওভার সাইজ়ড টিশার্ট পরতেই পারেন। যে হেতু টিশার্টের কাপড় নরম হয় এবং তা শরীরের সঙ্গে লেগে থাকে, তাই খারাপ লাগবে না।

মালাইকার ফিটেড টপের নীচে ঝালরের আস্তরণ। শ্রদ্ধা  খাটো ঝুলের ফিটেড টপের সঙ্গে পরেছেন  লম্বাটে  স্লিভলেস শ্রাগ।

মালাইকার ফিটেড টপের নীচে ঝালরের আস্তরণ। শ্রদ্ধা খাটো ঝুলের ফিটেড টপের সঙ্গে পরেছেন লম্বাটে স্লিভলেস শ্রাগ। ছবি: সংগৃহীত।

৩। পোশাকের একাধিক স্তর: ওভারসাইজ় টিশার্টের উপর পরে নিতে পারেন ফিটেড জ্যাকেট। মেয়েরা লম্বাটে টিশার্টের উপর ক্রপ্‌ড জ্যাকেট পরতে পারেন। অথবা এমন কোনও শ্রাগ পরুন, যা খুব একটা ঢিলে নয়।

৪। জুতোয় নজর: যে হেতু প্যান্টের ঘের বেশি, তাই এমন জুতো পরুন, যা নজরে পড়ে। হাই অ্যাঙ্কল বুট কিংবা স্নিকার্স বুটকাট বা বেল বটম প্যান্টের সঙ্গে ভাল লাগে।

Bootcut Jeans Bell Bottom Denim Wear
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy