মেকআপ করার পরেই প্রচণ্ড ঘেমে যায় মুখ? নাক, থুতনিতে ঘাম জমে মেকআপের দফারফা হয়ে যায়। অনেকেই একটু বেশি ঘামেন। গরমে বা বৃষ্টির দিনে সমস্যা আরও। পরিপাটি মেকআপ করে রাস্তায় বেরোতে না বেরোতে ঘামে সব ধুয়ে মুছে যায়। থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত ওজন, স্নায়ুর রোগ যাঁদের থাকে, তাঁদের এই সমস্যা বেশি। আবার শরীরে জলশূন্যতা তৈরি হলেও এমন হতে পারে। বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে কিছু কৌশল শিখে রাখলে ঘামে মেকআপ গলবে না।
কী ভাবে মেকআপ করলে তা সারা দিন একই রকম থাকবে?
মেকআপের আগে বরফ ঘষে নিন বা বরফ জলে মুখ ধুয়ে নিন। তাতে ঘাম কমে ও ত্বকের ছিদ্রগুলি সঙ্কুচিত হয়ে টানটান হয়। ভারী মেকআপের বদলে ন্যাচারাল লুক বেছে নিন। দুপুরে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
ঘাম বেশি হলে তরল ফাউন্ডেশন নয়, বেছে নিতে পারেন পাউডার ফাউন্ডেশন। প্রাইমার লাগানোর পর পাউডার ফাউন্ডেশন লাগালে মেকআপ ঘেঁটে যাবে না।
আরও পড়ুন:
শুষ্ক ত্বকে নয়, হাইড্রেটেড ত্বকেই সব সময়ে মেকআপ ভাল বসতে পারে। তাই মেকআপ শুরু করার আগে ত্বকে হালকা ময়েশ্চারাইজ়ার মেখে নেবেন, যেটিতে সানস্ক্রিনের বৈশিষ্ট্য রয়েছে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন বাধ্যতামূলক।
এই ময়েশ্চারাইজ়ারটি ত্বকে পুরোপুরি বসে যাওয়ার পরে এসপিএফ-যুক্ত ম্যাটিফায়িং প্রাইমার মেখে নিন। অতিরিক্ত তেল থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে এটি। মেকআপ যাতে সরে না যায়, তার জন্য এই ধরনের প্রাইমার অপরিহার্য।
ত্বকে যদি দাগছোপ বেশি থাকে, তা হলে ম্যাট কনসিলার ব্যবহার করুন। আপনার ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা কনসিলার ব্যবহার করতে হবে। চোখের নীচে ও দাগের উপর অল্প করে লাগিয়ে আঙুল দিয়ে বা স্পঞ্জ দিয়ে ভাল করে মিশিয়ে দিন।
লিকুইড লাইনারের বদলে বেছে নিন কাজল পেনসিল। সরু করে মুখটা কাটা থাকলে তা দিয়েই দারুণ চোখ এঁকে নিতে পারবেন। কালো পাউডার আইশ্যাডো দিয়ে কাজল সেট করে নিলে স্মোকি ভাবও আসবে। ঘাম বেশি হলে কাজল বা আইলাইনার পরার কয়েক ঘণ্টা আগে শুকনো নরম সুতির কাপড়ে বরফ কুচি নিয়ে চোখের চারপাশে বুলিয়ে নিন। এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে। কাজল পরার আগে চোখ বন্ধ করে এক বার ফেসপাউডারের প্রলেপ দিয়ে নিতে পারেন। এতে চোখের আর্দ্রতা দূর হয়ে যাবে। কাজল, আইলাইনার ঘাঁটবে না।
ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ব্রাউন সুগার হাতের কাছে থাকলে তা দিয়ে ঠোঁটের মরা চামড়া তুলে ফেলুন। তার পর ঠোঁটে হালকা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। এ বার লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভাল। ঘেমে গেলেও মুছে যাওয়ার ভয় থাকে না।