কানা়ডার মেকআপ প্রভাবী মিমি চইয়ে ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ১০ লক্ষেরও বেশি। কিন্তু রোজকার একঘেয়ে মেকআপ তাঁর ভাল লাগে না। রং-তুলি দিয়ে চেহারার ক্যানভাসের এমন সব সাজ সৃষ্টি করেন মিমি, যে দৃষ্টিভ্রম তৈরি হয়ে যায় সকলের।
সম্প্রতি তিনি এমন এক সাজের ভিডিয়ো ইনস্টাগ্রামে দিয়েছেন, যে নেটাগরিকরা হতভম্ব! কোনটা আসল চোখ, কোনটা আসল নাক বোঝা দায়! দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে নেটাগরিকদের। তাঁর ভি়ডিয়ো টুইটারে নিমেষে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
এর আগেও তিনি বহু ধরনের মেকআপের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। কোনওটা দেখে মনে হবে উল্টো মাথা আবার কোনওটা দেখে মনে হবে কপাল ফেটে দু’ভাগ হয়ে গিয়েছে! সৃষ্টিশীলতায় কতটা যাওয়া যায়, প্রত্যেকদিন সেই চেষ্টা করেন মিমি।