জন্ম নিয়ন্ত্রণ বড়ি সাধারণত খেয়ে থাকেন মেয়েরাই। ছেলেদের জন্যও তেমন কিছু বার করার ভাবনা চলছিল বেশ কয়েক বছর ধরেই। কিন্তু কাজটি সময় সাপেক্ষ। নানা পরীক্ষা করে বছর দেড়েক আগে জানা যায়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এই বড়ি। এর প্রভাবে কোনও ভাবে হারায় না পুরুষদের সঙ্গমের ইচ্ছাও। আর কিছু দিনেই সেই বড়ি বাজারে বিক্রির ছাড়পত্র পেয়ে যাবে বলে আশা বিজ্ঞানীদের। গবেষকদের বক্তব্য, পুরুষদের ক্ষেত্রে কন্ডোম আবিষ্কারের পর জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে এই হল সবচেয়ে বড় পদক্ষেপ। এত বছরে এই প্রথম নতুন কিছু আবিষ্কার হচ্ছে।