খাবার পাতে ডিমের উপর আস্থা রাখেন অনেকেই। সেদ্ধ হোক বা পোচ, ভাজা, কিংবা হালের রেসিপিতে স্ক্র্যাম্বেল করে খাওয়া— ডিমের আদর বাঙালি ঘরে নতুন নয়। বিশেষ করে খুদে সদস্য থাকলে ডিমের ব্যবহার বাড়িতে বাড়ে। কিন্তু কেবল রান্নাবান্নার কাজেই ডিম কাজে লাগান? জানেন কি, চুল পরিচর্যার ক্ষেত্রেও একে কাজে লাগাতে পারেন অনায়াসে।
ডিমের সাদা অংশ থেকে কুসুম, সব রকম উপাদানই চুল পরিচর্যার নানা কাজে লাগে। কেবল কাঁচা ডিমের ব্যবহারই নয়, ডিমের সঙ্গে অন্য আরও উপাদান মিশিয়েও চুলে লাগাতে পারেন। রুক্ষ চুল থেকে টাকের সমস্যা সবেতই সমাধান হতে পারে ডিম।
জানেন কি, কোন কোন উপায়ে ডিম ব্যবহার করলে চুলের নানা উপকার পাবেন? দেখে নিন সে সব।