গত বছর থেকে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে খানিক গাফিলতি তো হয়েছেই। অতিমারির মাঝে ক্ষণে ক্ষণে পার্লারে যাওয়া যায়নি। বেশ কয়েক মাস তো পার্লার ছিল বন্ধই। তবে ত্বক তো সে সব বুঝবে না। বয়সের ছাপ দেখা দিতে পারে বেশি দিন অযত্ন হলে।
এত দিনের যত্নের ঘাটতি মেটাতে চান। কিন্তু কী ভাবে তা করা সম্ভব? খুবই সহজ উত্তর রয়েছে। তার ভরসায় এখন দেশ-বিদেশের সুন্দরীরা দুধের গ্লাসে চুমুক দিচ্ছেন।
ছাগলের দুধেই সবচেয়ে ভাল যত্ন হবে ত্বকের। এমন কথাই বলছেন এ কালের সৌন্দর্য বিশেষজ্ঞরা। এত দিন অযত্নের ক্ষতি পূরণ করতে পারে এই দুধই।