Advertisement
E-Paper

নকল দিয়েই খাঁটি সাজ! কৃত্রিম গাছ দিয়ে ঘর সাজাতে পারেন, যত্ন ছাড়াই আকর্ষণীয় হবে বাড়ি

বাহুল্যবর্জিত অন্দরসজ্জার যুগে কৃত্রিম গাছপালার জনপ্রিয়তা বেড়েছে। খানিক টাকা খরচ হবে ঠিকই, তবে টেকসই জিনিস কিনলে অনেক দিন পর্যন্ত ঘরের সৌন্দর্য ধরে রাখতে পারবে। উপরন্তু রক্ষাণাবেক্ষণেরও ঝক্কি নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৮:৪১
ঘরের সজ্জায় মুখ্য ভূমিকায় থাকুক কৃত্রিম গাছ।

ঘরের সজ্জায় মুখ্য ভূমিকায় থাকুক কৃত্রিম গাছ। ছবি: সংগৃহীত।

গৃহসজ্জায় প্রকৃতির ছোঁয়া লাগলে প্রাণবন্ত হয়ে ওঠে ঘর। তাই তো ইনডোর প্ল্যান্টের এত রমরমা। কিন্তু ঘরে মাটির গুঁড়ো পড়ে গিয়ে নোংরা হয়ে যাওয়া বা রাতে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের কারণে অনেকেই আবার অন্দরসজ্জায় গাছপালা রাখেন না। বারান্দা বা ছাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। এমন পরিস্থিতিতে কৃত্রিমতার সাহায্য নেওয়া ছাড়া গতি নেই। কৃত্রিম গাছপালার জগতেও কিন্তু হাজার রকমভেদ। গৃহসজ্জার জন্য যা থেকে বেশ আকর্ষণীয় গাছ বেছে নিতে পারেন। খানিক টাকা খরচ হবে অবশ্যই, তবে টেকসই জিনিস কিনলে অনেক দিন পর্যন্ত আপনার ঘরের সৌন্দর্য ধরে রাখতে পারবে। উপরন্তু বাহুল্য-বর্জিত অন্দরসজ্জার যুগে এগুলি উপযুক্ত। রক্ষাণাবেক্ষণেরও ঝক্কি নেই। কৃত্রিম গাছে সবুজ দেওয়াল থেকে শুরু করে সরু লতাপাতা এবং ঝুলন্ত গাছপালা, এমনই নানা ভাবে সাজাতে পারেন নিজের বাড়ি।

বাহুল্যবর্জিত সজ্জা

ছোট টব বা ছোট ঝুলন্ত লতা দিয়ে এক একটি ঘর সাজাতে পারেন। পরিষ্কার-পরিচ্ছন্ন, সরল গাছ বেছে নিন, যা সরলরৈখিক ভাবে উপরের দিকে উঠে গিয়েছে। অল্প সাজ, কিন্তু নজরকাড়া।

বাহুল্যপূর্ণ সজ্জা

সবুজে ভরিয়ে ফেলতে পারেন ঘর। বড় ফার্ন থেকে শুরু করে কাসকেডিং লতা পর্যন্ত বিভিন্ন ধরনের কৃত্রিম গাছের স্তর তৈরি করুন। প্রাণবন্ত অরণ্যের আমেজ এনে দেবে ঘরে। সম্ভব হলে একটি দেওয়াল সবুজ দিয়ে ভরিয়ে দিতে পারেন।

অভিনব উপকরণে সজ্জা

কৃত্রিম গাছ বানানোর ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি কাজে লাগাচ্ছেন শিল্পীরা। নানা রকমের পণ্য বাজারে এসেছে, যা দেখে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন অতিবেগনি রশ্মি প্রতিরোধী পাতা দেওয়া গাছ বা ডালপালার হুবহু অনুকরণ করা গাছপালা। এমন জিনিস দিয়েও ঘর সাজাতে পারেন।

কোন ঘরের জন্য কী রকম সজ্জা মানানসই হবে?

১. বসার ঘর

বসার ঘরই গোটা বাড়ি সম্পর্কে প্রথম ধারণা তৈরি করে। তাই বসার ঘরের সজ্জা নিয়ে বিশেষ ভাবনাচিন্তার প্রয়োজন। পাতার রং সবুজ হোক বা অন্য কিছু, অতিথিদের স্বাগত জানানোর জন্য যেন উপযুক্ত হয়। বসার ঘরে অতিরিক্ত সাজ সব সময়ে ভাল লাগে না। তাই মার্জিত, রুচিশীল, আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই গাছ বেছে নিন। যেমন বড় আকারের পাত্রে লম্বা গাছ বা দেওয়ালে কৃত্রিম সরু সবুজ প্যাচ ভাল লাগবে। তা ছাড়াও ছোট ছোট সাক্যুলেন্ট বা ছোট পাত্রে লতাগুল্ম কিনেও তাক বা টেবিলে রাখতে পারেন।

দেওয়ালে কৃত্রিম সরু সবুজ প্যাচ ভাল লাগবে।

দেওয়ালে কৃত্রিম সরু সবুজ প্যাচ ভাল লাগবে। ছবি: সংগৃহীত।

২. রান্নাঘর এবং খাওয়ার জায়গা

রান্নাঘর এবং খাওয়ার জায়গাকে সতেজ এবং প্রাণবন্ত করে তুলতে ছোট গাছের ব্যবহার করা ভাল, যাতে কাজের জায়গায় বার বার অসুবিধা না সৃষ্টি করে। যেমন ঝুলন্ত গাছপালা রাখলে জায়গা খরচ হবে না। অথবা লতাগুল্ম দেওয়াল বেয়ে উঠে যেতে পারে। হেঁশেল বা ডাইনিং রুমে ভেষজ গাছ দিয়ে ভরিয়ে তুলতে পারেন। তুলসী, রোজ়মেরির মতো চেহারার গাছ বেছে নেবেন এই জায়গাগুলির জন্য।

লতাগুল্ম দেওয়াল বেয়ে উঠে যেতে পারে হেঁশেল-সজ্জায়।

লতাগুল্ম দেওয়াল বেয়ে উঠে যেতে পারে হেঁশেল-সজ্জায়। ছবি: সংগৃহীত।

৩. বাথরুম

বাথরুমে, কৃত্রিম গাছপালা স্পা-এর আমেজ এনে দিতে পারে। ফার্ন বা ঝুলন্ত সবুজ গাছের মতো আর্দ্রতা-প্রতিরোধী গাছপালার অনুকৃতি বেছে নিন বাথরুমের খালি তাক বা মেঝেতে।

বাথরুমে, কৃত্রিম গাছপালা স্পা-এর আমেজ এনে দিতে পারে।

বাথরুমে, কৃত্রিম গাছপালা স্পা-এর আমেজ এনে দিতে পারে। ছবি: সংগৃহীত।

৪. শোয়ার ঘর

শোয়ার ঘরে বেডসাইড টেবিলে,বইয়ের তাকে, আলমারির পাশে বাহুল্যবর্জিত গাছ রাখতে পারেন। ঘরের দেওয়ালের রং মিলিয়ে পাতার রং বেছে নিতে হবে। তবে তা যেন চোখের পক্ষে আরামদায়ক হয়।

ঘরের দেওয়ালের রং মিলিয়ে পাতার রং বেছে নিতে হবে।

ঘরের দেওয়ালের রং মিলিয়ে পাতার রং বেছে নিতে হবে। ছবি: সংগৃহীত।

যে গাছপ্রেমীরা ঘর সাজানোর জন্য গাছপালা ভালবাসেন, অথচ রক্ষণাবেক্ষণের সময় নেই, তাঁদের জন্য অন্দরসজ্জায় মুখ্য ভূমিকা পালন করতে পারে নকল গাছ।

Artificial Plants Home Decoration Tips Home Decor Interior Designing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy