বড় বাড়ি, খোলা বারান্দা, বড় উঠোন— এসব এখন অতীত। বরং দু’ থেকে তিন কামরার ফ্ল্যাটেই এখন জীবন কাটে বেশির ভাগেরই। স্বল্প স্থানে জিনিসপত্র গুছিয়ে রাখা এবং একই সঙ্গে নান্দনিকতা বজায় রাখা কিন্তু খুব সহজ নয়। সেই কারণেই, অন্দরসজ্জা শিল্পীরা বলেন, আসবাব চয়ন খুবই গুরুত্বপূর্ণ। কোনও জিনিস পছন্দ হলেই হল না, তা ঘরের অন্য আসবাবের সঙ্গে মানানসই কি না বা ছোট্ট জায়গায় তা রাখা যায় কি না, বুঝে নেওয়া জরুরি। না হলেই ফ্ল্যাট লাগবে জবরজং। হাঁটতে-চলতে ধাক্কা খেতে হবে।
অন্দরসজ্জায় খাট, ওয়ার্ড্রোব, সোফা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি কফি টেবিলও। সোফার সামনে মানানসই টেবিল না থাকলে যেমন ঘরের সাজসজ্জা অসম্পূর্ণ, তেমনই কোনও কোনও টেবিল ঘরের কোণেও চেয়ার দিয়ে রাখা যায়। অন্দরের শোভা বৃদ্ধিতে কোন ধরনের টেবিল বেছে নেবেন?
কাঠের টেবিল
কাঠের কফি টেবিলও কিন্তু হতে পারে মানানসই। ছবি: সংগৃহীত।
অসম্ভব কারুকাজ খচিত নয়, বরং আধুনিক অন্দরসজ্জায় কাঠের টেবিল একেবারেই ছিমছাম হওয়াই কাম্য। গোলাকার, আয়তাকার শুধু নয়, নানা রকম আকৃতির কফি টেবিল হয়। কোনওটিতে জিনিসপত্র রাখার দেরাজও থাকে। পায়া ছাড়া বা পায়া যুক্ত দু'রকম টেবিলই পাওয়া যায়। কোনওটিতে আবার স্টোরেজও থাকে।
ধাতব টেবিল
ধাতব কফি টেবিলও আধুনিক অন্দরসজ্জার অঙ্গ হতে পারে। ছবি: সংগৃহীত।
ন্দরসজ্জার সঙ্গে মানানসই শৌখিন কফি টেবিলও ঘরের শোভা বৃদ্ধি করতে পারে। এই ধরনের টেবিলে চারটি পায়া থাকে না। বদলে টেবিল ধরে রাখার ধাতব নকশাই নজর কাড়ে।গোলাকার, চৌকো বিভিন্ন আকৃতির ধাতব টেবিল হয়।
স্টোরেজ
জায়গা কম হলে এমন কফি টেবিলও বেছে নিতে পারেন। টুকিটাকি অনেক কিছুই রাখা যাবে সেখানে। ছবি: সংগৃহীত।
অল্প পরিসরে কফি টেবিল রাখতে হলে জিনিসপত্র রাখার সুবিধা রয়েছে, এমন টেবিল বেছে নিতে পারেন। বই, অ্যাশট্রে, আনুষঙ্গিক জিনিস, গাছ— অনেক কিছুই এতে রাখা যায়। ছোটখাটো জরুরি জিনিস রাখার জন্য কোনও কোনও টেবিলে দেরাজও থাকে।
গোল টেবিল
ঝাঁ চকচকে ফ্ল্যাটে এমন একটি গোল টেবিল সঠিক জায়গায় রাখতে পারলে সকলেরই চোখ পড়বে সেখানে। ছবি: সংগৃহীত।
গোল টেবিলও অন্দরসজ্জায় অন্য মাত্রা জুড়তে পারে। ধাতব, কাঠের— বিভিন্ন উপাদানের কফি টেবিল হয়। কফি টেবিলের উচ্চতাও কিন্তু গুরুত্বপূর্ণ। সৌন্দর্যের জন্য উচ্চতা বুঝে নেওয়া দরকার। একটু লম্বা পাথরের গোল টেবিলও কিন্তু বাড়ির বারান্দা বা বসার ঘরের শোভা বৃদ্ধি করতে পারে।