নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চার অভ্যাস এখনও ফেরেনি। অতিমারিতে সে অভ্যাসে খানিকটা বদল এসে গিয়েছে। কিন্তু এখন আর গত বছরের মতো সর্বক্ষণ বাড়ি বসে থাকাও হচ্ছে না। অল্প অল্প করে কাজে কিংবা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। ফলে কোথাও বেরোনোর সময়ে হঠাৎ চিন্তা হচ্ছে নিজেকে কেমন দেখাচ্ছে, তা ভেবে।
এমন চিন্তা দূর করা যায় ঘরোয়া একটি উপায় বেছে নিলেই। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না পেলেও দিব্যি ঝলমল করবে ত্বক।
কী করবেন?