Advertisement
০১ মে ২০২৪
Beauty Tips

Skin Care: রান্নাঘরে নুন-হলুদ আছে তো? ত্বকের জেল্লা বাড়াতে পারেন এমন ঘরোয়া জিনিসেই

রান্নাঘরে কাজের মাঝেই বানিয়ে ফেলুন একটি প্যাক। কী থাকবে তাতে? সামান্য হলুদ। সঙ্গে নুন আর যে কোনও তেল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ২২:২৮
Share: Save:

নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চার অভ্যাস এখনও ফেরেনি। অতিমারিতে সে অভ্যাসে খানিকটা বদল এসে গিয়েছে। কিন্তু এখন আর গত বছরের মতো সর্বক্ষণ বাড়ি বসে থাকাও হচ্ছে না। অল্প অল্প করে কাজে কিংবা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। ফলে কোথাও বেরোনোর সময়ে হঠাৎ চিন্তা হচ্ছে নিজেকে কেমন দেখাচ্ছে, তা ভেবে।
এমন চিন্তা দূর করা যায় ঘরোয়া একটি উপায় বেছে নিলেই। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না পেলেও দিব্যি ঝলমল করবে ত্বক

কী করবেন?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রান্নাঘরে কাজের মাঝেই বানিয়ে ফেলুন একটি প্যাক। কী থাকবে তাতে? সামান্য হলুদ। সঙ্গে নুন আর যে কোনও তেল। ঘরে মধু থাকলে, তা-ও অল্প দিয়ে দিতে পারেন এতে। রোজ স্নানের আগে মিনিট দশেক মুখ এবং গলায় ভাল ভাবে মেখে নিন এই প্যাক। দশ মিনিট মেখে রাখার পরে স্নানে যান। জল দেওয়ার আগে ভাল ভাবে ঘষে নিন হলুদ আর নুনের প্যাক।

নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে জমে থাকা আলগা ময়লা চলে যাবে। সঙ্গে দূর হবে দাগ-ছোপ। হলুদ ত্বকের যে কোনও দাগ তাড়াতে সক্ষম। আর মধু এবং তেলের প্রভাবে ত্বক হবে তুলতুলে। সবে মিলে জেল্লা বাড়বে চেহারার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Skin Care Tips home remedies Turmeric
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE