Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Teeth

Wisdom Teeth: আক্কেল দাঁতের ব্যথা? কয়েকটি ঘরোয়া উপায়ে সহজেই তা কমাতে পারেন

আক্কেল দাঁত গজানোর সময়ে প্রত্যেকেরই ব্যথা হয়। কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতিতে এই ব্যথা সহজেই কমানো যায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৬
Share: Save:

কী ভাবে কমাবেন আক্কেল দাঁতের ব্যথা? রইল সন্ধান।

• তুলো ভিনিগারে ভিজিয়ে আক্কেল দাঁতের জায়গাটিতে চেপে রাখুন। দ্রুত ব্যথা কমে যাবে।

• আক্কেল দাঁতের উপর একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। চিবিয়ে ফেলবেন না। শুধু আক্কেল দাঁত না, অন্য দাঁতের ব্যথাও কমাতে পারে লবঙ্গ।

• বাইরে থেকে ঠান্ডা বা গরম সেঁক দিলেও কমতে পারে এই ব্যথা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

• পেঁয়াজ কেটে নিয়ে আক্কেল দাঁতের জায়গায় রাখুন। দাঁত দিয়ে অল্প অল্প চাপ দিন। পেঁয়াজের রস ব্যথা কমাবে।

• হাতে পাকিয়ে তুলোর ছোট বল তৈরি করে নিন। সেটি জলে ভেজান। সেটির গায় বেকিং সোডা মাখিয়ে নিন। এ বার সেই তুলোর বলটিকে আক্কেল দাঁতের উপরে রাখুন।

• পেয়ারা গাছের কচি পাতা সাধারণ জলে সিদ্ধ করে নিন। ওই সিদ্ধ পাতা এ বার আক্কেল দাঁতের গোড়ার কিছু ক্ষণ রেখে দিন। ব্যথা কমবে।

• অনেক সময়ে দাঁতের গোড়ায় সংক্রমণ হয়ে এ ধরনের ব্যথা হয়। সে ক্ষেত্রে হাল্কা গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করুন। তাতে ব্যথা কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teeth Tooth Care Tooth Pain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE