তবে কি এ বার চকোলেট খাওয়াও বাদ দিতে হবে? ক্যাডবেরি নিয়ে হইচইয়ের মধ্যে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। টুইটার-ঝড়ের মাঝে এ কথা পরিষ্কার যে ক্যাডবেরির কিছু পণ্যে থাকে জেলাটিন, যা তৈরি হয় গরুর চর্বি থেকে। গোমাংস খান না যাঁরা, তাঁরা জেলাটিন দেওয়া চকোলেট খেতে স্বভাবতই চাইবেন না। কিন্তু কোন চকোলেটে জেলাটিন আছে, কোনটায় নেই, তা চিনে নেওয়া যায়।