নেটমাধ্যমেই এখন বইও পড়া সম্ভব। আবার অনেকেই নিয়মিত ই-বুক পড়েন। তবে এখনও অনেক বইপ্রেমী আছেন, যাঁরা হাতে বই নিয়ে পড়তেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। সারা দিনে অন্তত এক বার সময় বার করে বই না পড়লে দিনটাই যেন অস্পূর্ণ থেকে যায় তাঁদের। তেমন মানুষের বাড়িতে বইয়ের তাকে সারি সারি সাজানো বই। বই ভালবাসা আর তার যত্ন নেওয়া কিন্তু এক কথা নয়। পড়তে ভালবাসলেও, ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না সকলে। ফলে অনেক বই নষ্ট হয়ে যায় যত্নের অভাবে। কী ভাবে বই রাখলে তা নষ্ট হবে না?
আরও পড়ুন:
১) অনেক বাড়িতেই ড্যাম্পের সমস্যা থাকে। এই ড্যাম্পের হাত থেকে বইগুলি বাঁচাতে রোদে দেওয়া জরুরি। বারান্দায় হোক বা ছাদে, মাদুর বিছিয়ে মাঝেমধ্যেই বইগুলি রোদে রাখুন। রোদে দিলে বইয়ে ঘুন ধরার আশঙ্কাও কমে।
২) বইগুলিকে পোকামাকড় থেকে বাঁচাতে বইয়ের পাতার খাঁজে খাঁজে নিমপাতা কিংবা শুকনো লঙ্কা রাখতে পারেন। বইয়ে পোকা ধরার ঝুঁকি অনেকটাই কমে।
৩) বইয়ের আলমারিতে মনে করে ন্যাপথলিন রাখুন। ন্যাপথলিনের তীব্র গন্ধে পোকামাকড় দূরে পালাবে। বইয়ের আলমারিতে অনেক সময় স্যাঁতসেঁতে গন্ধ হয়, ন্যাপথলিন রাখলে গন্ধ কেটে যাবে।

বইয়ের আলমারিতে মনে করে ন্যাপথলিন রাখুন। ছবি: সংগৃহীত।
৪) বইয়ে মলাট দিয়ে রাখতে পছন্দ করেন না অনেকেই। কিন্তু বইয়ে মলাট দিয়ে রাখলে বই দীর্ঘ দিন ভাল থাকে।
৫) বইয়ের যে পাতাটি পড়ছিলেন সেই পাতায় ফিরে যেতে, পাতা মুড়ে রাখার পরিবর্তে বুকমার্ক ব্যবহার করুন।