সম্প্রতি ইরানের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, এক মহিলা কামড় বসাচ্ছেন আইসক্রিমে, আলগা হয়ে গিয়েছে তাঁর হিজাব। আর তাতেই তৈরি হয় বিতর্ক। এই বিষয়টিকে কেন্দ্র করেই বিজ্ঞাপনে নারীদের অভিনয় বন্ধ করার নির্দেশ দিল ইরান প্রশাসন। পাশাপাশি ওই আইসক্রিম নির্মাতা সংস্থার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয় বলেও খবর।