মহম্মদ দারউশ এক বার ভালবাসা আর যুদ্ধ নিয়ে লিখেছিলেন, ‘আমাদের বিরহ যুদ্ধেরই মতো, এক বার দেখা হলে চুকেবুকে যাবে।’ সেই কথাই যেন আরও এক বার মনে করিয়ে দিলেন রাশিয়ার এক তরুণ এবং ইউক্রেনের এক তরুণী। দুই দেশের প্রবল যুদ্ধে শরিক হতে রাজি নন তাঁরা। বরং তাঁদের বিশ্বাস ভালবাসায়, আর সেই ভালবাসাকেই পরিণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। বিয়ে সারলেন হিমাচল প্রদেশে।