পেশায় শিক্ষিকা গ্যাব্রিয়েলা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে তো দূরের কথা, বিবাহবিচ্ছেদের পার্টিতে খাবার পরিবেশন করা বেয়ারার সঙ্গে সম্পর্কে জড়াবেন, এমন কথা কল্পনাতেও আসেনি তাঁর। কিন্তু পার্টি শেষের পর রাতে হঠাৎ করেই জন মেসেজ করেন তাঁকে। জানতে চান শরীর ঠিক আছে কি না। সেই থেকেই শুরু। ক্রমশ কথোপকথন বাড়তে থাকে। শেষ পর্যন্ত আলাপ গড়ায় প্রণয়ের দিকে।
জনও বিবাহবিচ্ছিন্ন। তাঁর আগে থেকেই এক মেয়ে ছিল। সেই সন্তানকেও সাদরে গ্রহণ করেছেন গ্যাব্রিয়েলা। মেয়ের প্রতি জনের যত্ন দেখেই জনের প্রতি তিনি আরও আকৃষ্ট হয়ে পড়েন বলে জানিয়েছেন গ্যাব্রিয়েলা। অস্ট্রেলিয়ার রিয়ালটো টাওয়ারের উপরে গ্যাব্রিয়েলাকে বিয়ের প্রস্তাব দেন জন, সম্মতি জানাতে সময় নেননি তিনি।