প্রথম ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’ থেকেই কার্তিককে নিয়ে মহিলা ভক্তদের কাড়াকাড়ি! তাঁর একগাল হাসিতেই পাগলপারা তাঁর অনুরাগীরা। দিন দিন আড়ে-বহরে বাড়ছে অভিনেতার মহিলা ভক্তকুল। বাড়ছে প্রেম-বিয়ের প্রস্তাবের সংখ্যাও। সম্প্রতি এক মহিলা ভক্ত কার্তিকের মায়ের কাছেই তাঁর বউমা হওয়ার প্রস্তাব জানিয়েছেন।
আপাতত নিজের নতুন ছবি ‘ভুলভুলাইয়া ২’-এর প্রচারে ব্যস্ত কার্তিক। ইতিমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে ছবির ট্রেলার এবং গান। সারা দিনে এত কর্মব্যস্ততার মাঝে নিজেকে কী ভাবে ফিট রাখেন অভিনেতা? শরীরচর্চার পাশাপাশি রোজের খাদ্যতালিকায় কী রাখছেন, সুস্বাস্থ্যের জন্য সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফিট থাকতে ডায়েটের সঙ্গে কোনও রকম আপস করেন না কার্তিক। তবে বলিউডের বাকি অভিনেতা ও অভিনেত্রীদের মতো ‘ক্র্যাশ ডায়েট’ করতে পছন্দ করেন না তিনি। তবে কী থাকে তাঁর সারা দিনের খাদ্যতালিকায়?
একসঙ্গে খুব বেশি ভারী খাবার নয়, সারা দিনে সাত থেকে আট বার অল্প অল্প করে খেতে পছন্দ করেন কার্তিক। খাদ্যতালিকায় বেশি করে প্রোটিন আর অল্পমাত্রায় কার্বোহাইড্রেট রাখেন তিনি। কার্তিক নিরামিশাষী। তাই অভিনেতার রোজের খাদ্যতালিকায় উদ্ভিদ-জাত প্রোটিন বেশি থাকে।