Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Lipstick

Cosmetics in Fridge: ৩ প্রসাধনী: ফ্রিজে রাখলে ভাল থাকবে দীর্ঘ দিন 

 

 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২২ ২৩:১৫
Share: Save:

শীত হোক বা গরম, মাছ, মাংস, তরিকরকারিতে ফ্রিজ ভরে থাকে। বিশেষ করে গরমকালে ফ্রিজের অর্ধেকটাই ভরতি থাকে নানা রকম খাবারদাবারে। তবে এই গরমে শুধু শাকসব্জি নয়, শখের প্রসাধনীগুলি ভাল রাখতেও সেগুলি তুলে রাখুন ফ্রিজে। কোন তিনটি প্রসাধনী ফ্রিজে রাখলে দীর্ঘ দিন ভাল থাকবে?

১)নাইটক্রিম: নাইট ক্রিম হোক বা আন্ডার আই ক্রিম, যে কোনও ধরনের ক্রিম দীর্ঘ দিন ভাল রাখতে ফ্রিজে তুলে রাখুন।

২) লিপস্টিক: লিপস্টিকের শখ রয়েছে অনেকেরই। বিভিন্ন রঙের লিপস্টিকও নিজের সংগ্রহে রাখারও শখ আছে। লিপস্টিকে এক ধরনের তেলজাতীয় পদার্থ থাকে। বাইরের গরম আবহাওয়ায় রাখলে লিপস্টিক বেশি দিন ভাল থাকে না। তাই লিপস্টিকগুলি ভাল রাখতে ফ্রিজে তুলে রাখুন।

৩) নেলপালিশ: মেয়েদের অন্যতম প্রিয় প্রসাধনী হল নেলপালিশ। বাইরের তাপে নেলপালিশের রং নষ্ট হয়ে যেতে পারে। নেলপালিশ ফ্রিজে রাখলে জমাট বাঁধবে না, আবার নখেও দীর্ঘ দিন স্থায়ী হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE