মরসুম বদলালেই এক দিকে যেতে হবে চোখ। দেখে নিতেই হবে কোন রঙে রঙিন হলেন প্রিয়ঙ্কা চোপড়া। শীতের ফ্যাশন হোক বা বর্ষার, তাঁর সাজে ঠিক দেখা যাবে নতুন ছোঁয়া।
গরম পড়তেই আবার নতুন রং দেখা গেল প্রিয়ঙ্কার ইনস্টাগ্রামে। ফুরফুরে মেজাজে রোদ মাখা হাসি। পরনের ড্রেসটি নজর কাড়তে বাধ্য। উজ্জ্বল হলুদ রঙা সেই পোশাকে চারপাশও হয়ে গিয়েছে আরও ঝলমলে। ঠিক যেন প্রকৃতির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সেজেছেন অভিনেত্রী। সবুজ ঘাসের উপরে ঝলমলে হলদে সাজ উপরে নীল আকাশ, সবে মিলে বলে দেয় ফ্যাশন আসলে অন্যেরটা দেখে শিখে নেওয়া যায় না। নিজের আশপাশটা দেখে, বুঝে চললে তবেই সাজ হয় সুন্দর। চোখে পড়েন সুন্দরীও।