পায়রাকে অনেকেই পোষ্য হিসেবে রাখেন। বাড়িতে খোলা বারান্দা থাকলে, সেখানে মাঝে মধ্যেই পায়রা এসে বসতে পারে। কিন্তু পায়রা দেখতে সুন্দর হলেও তারা যেখানে থাকে সেই স্থানটিকে অপরিচ্ছন্ন করে তোলে। মূল-মূত্র ছাড়াও পায়রার পালক বারান্দায় জমা হতে পারে। পায়রা নিয়মিত আসতে থাকলে বারান্দায় দুর্গন্ধ বৃদ্ধি পায়। পায়রা সাধারণত আশ্রয় এবং খাবারের লোভেই বাড়িতে আসে। বারান্দা বা ছাদে পায়রার আগমন রুখতে কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে।
আরও পড়ুন:
১) চলন্ত বা চকচকে কোনও জিনিসে পায়রা ভয় পায়। তাই বারান্দায় যদি উজ্জ্বল কোনও জিনিস রাখা যায়, তাতে আলো প্রতিফলিত হলে পায়রা ভয় পাবে। পুরনো কোনো আয়না বা সিডি-ডিভিডি, রাংতা এ ক্ষেত্রে কাজে আসতে পারে। জিনিসগুলি সূর্যের দিকে মুখ করে রাখতে হবে, যাতে আলো সরাসরি বাইরের দিকে প্রতিফলিত হয়। তা হলে পায়রা এসে বারান্দায় বসবে না।
২) পায়রা সাধারণত অপরিচ্ছন্ন এবং স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে। বারান্দা যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তা হলে পায়রাদের আগমন কমতে পারে। বারান্দায় কোনও খাবার রাখা উচিত নয়।
৩) পায়রারা সাধারণত বারান্দার রেলিংয়ে বা কার্নিশে এসে বসে। এই জায়গাগুলি যদি ঢেকে রাখা যায়, সে ক্ষেত্রে পায়রার আগমন ঘটবে না। যেমন কার্নিশে কয়েকটি ফুলের টব রাখা যেতে পারে। আবার সেখানে পেরেক বসিয়ে দেওয়া যেতে পারে। দিনের বেলায় তাদের আগমন রুখতে রেলিংয়ের উপর জাল টাঙানো হলেও সমস্যা কমতে পারে।
৪) একই সঙ্গে বারান্দায় সুগন্ধী ছড়িয়ে দিতে পারলেও পায়রা আসবে না। কারণ, তারা সুগন্ধী পছন্দ করে না। এ ছাড়া, একটি পাত্রে এশেনশিয়াল অয়েল রাখলেও উপকার পাওয়া যাবে। একটি পাত্রে সাদা ভিনিগার বা শুকনো লঙ্কা রেখে দিলেও তার ঝাঁঝে পায়রা বাড়িতে এসে বসবে না।
৫) পায়রা উচ্চগ্রামের কোনও শব্দ পছন্দ করে না। বারান্দায় ছোট ঘণ্টা বা ‘উইন্ড চাইম’ রাখা যেতে পারে। বাতাসে তাতে শব্দ হলে পায়রা বারান্দা থেকে উড়ে যাবে। রাতে বারান্দায় উজ্জ্বল আলো জ্বললেও তা পায়রাকে দূরে রাখতে সক্ষম।