সময় বদলাচ্ছে। জামাইয়ের মতো শাশুড়িও এখন সাম্প্রতিক সম্পর্কে ওয়াকিবহাল। হেঁশেলের পাশাপাশি তিনি মোবাইল এবং ওটিটিতেও সমান স্বচ্ছন্দ। সময়ের অভাবে জামাইষষ্ঠীর দুপুরে জামাইকে পরম স্নেহে হাতপাখার হাওয়ায় খাবার পরিবেশনের রেওয়াজের চল হয়তো এখন কমে এসেছে। তবে শাশুড়ি-জামাইয়ের পরস্পরের জন্য উপহার তো থাকেই। শাশুড়ির জন্য উপহারে শাড়ি, প্রসাধনী সামগ্রী বা রান্নাঘরের সরঞ্জাম এখন কিছুটা সেকেলে বলেই মত অনেকের। তাই এ যুগের শাশুড়ির জন্য কেনা উপহারটিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে হতে হবে কেতাদুরস্ত। হাতে মাত্র একটি দিন। জামাইদের জন্য রইল পাঁচটি উপহারের পরামর্শ—
আরও পড়ুন:
১) স্মার্ট ওয়াচ: এখন সকলেই স্বাস্থ্য সচেতন। কিন্তু সাংসারিক কাজের চাপে অনেক সময়েই শাশুড়িদের আলাদা করে শরীরচর্চার সময় বার করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাঁদের জন্য স্মার্ট ওয়াচ ভাল উপহার হতে পারে। বাড়িতে থাকলেও ঘড়িটি দৈনিক পদক্ষেপ, হার্টরেট, রক্তচাপের মতো স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য জানিয়ে দেবে। আর এই ধরনের ঘড়ির দামও সাধ্যের মধ্যে।
২) ই-বুক রিডার: নতুন প্রজন্মের মধ্যে নাকি বই পড়ার প্রবণতা কমছে। কিন্তু সব শাশুড়িদের মধ্যে নিশ্চয়ই নয়। তাঁদের মধ্যে যাঁরা কর্মরতা, অনেকেই আলাদা করে ইচ্ছা থাকলেও হয়তো বই পড়ার সময় পান না। তাই এ বারের জামাইষষ্ঠীতে শাশুড়িকে ই-বুক রিডার কিনে দিতে পারেন। বাজারে বেশ কয়েকটি ব্র্যান্ডের ই-বুক রিডার পাওয়া যায়। সঙ্গে সাবস্ক্রিপশন করিয়ে নিলে অজস্র বইয়ের ভান্ডার হাতের মুঠোয়। পড়ে শেষ করা দায়-ই বটে!
৩) গানের রেডিয়ো: গান শুনতে কার না ভাল লাগে। এখন বাজারে এমন ডিভাইস পাওয়া যায়, যার মধ্যে কয়েক হাজার গান আগে থেকেই ভর্তি থাকে। স্মৃতিমেদুরতাকে বাড়িতে দিতে যন্ত্রগুলির আকৃতি সাবেক রেডিয়োর মতো। কিশোরকুমার থেকে লতা মঙ্গেশকর বা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে পাশ্চাত্যের গানবাজনা— শিল্পী এবং ধরন অনুযায়ী নানা বিকল্পও রয়েছে। শাশুড়ির পছন্দ জানা থাকলেই কেল্লাফতে।
৪) জিমের সদস্যপদ: ‘জামাই আদর’ যাতে সারা বছর বহাল থাকে, তার জন্য শাশুড়ির স্বাস্থ্যের খেয়ালও রাখা উচিত। তাঁরা বয়সগত কারণে একটু হয়তো জেদি। কিন্তু জামাইয়ের অনুরোধ নিশ্চয়ই ফেলতে পারবেন না। তাই উপহার হিসেবে জিমের নতুন সদস্যপদ দিয়েও চমকে দিতে পারেন শাশুড়িকে। বেশির ভাগ জিমে এখন তিন থেকে ছ’মাসের সদস্যপদ করিয়ে নিলে বড় ছাড়ও পাওয়া যায়।
৫) গিফ্ট ভাউচার: যাঁদের হাতে একদম সময় নেই, শাশুড়ির পছন্দ বুঝতে পারছেন না, তাঁরা কিন্তু জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে যাওয়ার আগে অনলাইনে কোনও গিফ্ট ভাউচার কিনে নিতেই পারেন। বিভিন্ন ই-কমার্স সাইটের পাশাপাশি নানা বিপণিও এখন অনলাইনে গিফ্ট ভাউচার কেনার সুবিধা দেয়। পছন্দমতো মূল্য ভরে কিনে নিলেই তা ইমেল বা এসএমএস-এর মাধ্যমে নির্ধারিত সময়ে শাশুড়ির মোবাইলে পৌঁছে যাবে।