বাড়ির পোষ্য হোক বা রাস্তার কুকুর, ভাল করে খেয়াল করলে নিশ্চয়ই দেখবেন তাদের মূত্র এবং মলত্যাগের নির্দিষ্ট কিছু ভঙ্গি আছে। মলত্যাগের আগে তারা কখনও কখনও জায়গাটি গোল গোল করে ঘুরেও নেয়। এমন আচরণ তারা কেন করে সে প্রশ্ন মাথায় এসেছে কী?
আরও পড়ুন:
উদুপির পশুরোগ চিকিৎক উদয়কুমার শেট্টি জানাচ্ছেন, এমন আচরণ কিন্তু এমনি নয়। সারমেয়ের গোল করে ঘোরার নেপথ্যে একাধিক কারণ থাকে।
এলাকা নির্ণয়
কুকুরও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার আগে নিজের এলাকা বুঝে নিতে চায় এবং সেই ব্যাপারে অন্য সারমেয়কে জানিয়ে রাখতে চায়। এটি তাদের নিজস্ব বার্তালাপের ভঙ্গিমা। গোল করে ঘোরার সঙ্গে সঙ্গে মাটিতে গায়ের গন্ধও রয়ে যায়। তা দিয়ে সে বুঝিয়ে দিতে চায় এ জায়গাটি তার। সেখানে সেই মুহূর্তে অন্য সারমেয়র অনুপ্রবেশ নিষেধ।
পরিষ্কার এবং নিরাপদ
জায়গাটি কতটা পরিষ্কার বা মলত্যাগের জন্য নিরাপদ কি না, পা দিয়ে সেই জায়গাটি পরখ করে নেয় তারা। গোল গোল করে ঘুরে তারা সেই স্থান মলত্যাগের উপযোগী কি না, তা বুঝে নেওয়ার চেষ্টা করে।
স্থান খোঁজা
গোল করে ঘুরে উপযুক্ত স্থানটি বার করার চেষ্টা করে কোনও কোনও সারমেয়। কোন জায়গায় সে স্বচ্ছন্দে বসতে পারবে, সঠিক ভঙ্গিতে বসলে অসুবিধা হবে না, সেটিও কিন্তু এক মুহূর্তে সে বুঝে নেয়। চিকিৎসকের কথায়, কোন দিকে রোদ পড়েছে, কোথায় বসলে সরাসরি মুখে রোদ পড়বে না এমন অনেক ছোটখাটো বিষয়ও কিন্তু তারা আগে থেকেই আন্দাজ করে। তাই বিষয়টি শুধুই অভ্যাস নয়।
কুকুরের এই স্বভাব কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়া হলেও, এর নেপথ্যে যুক্তিও রয়েছে, এমনই জানাচ্ছেন পশুরোগ চিকিৎসক।তবে এই আচরণের পিছনে আরও গভীর কারণ থাকতে পারে। সাধারণ পর্যবেক্ষণে উঠে আসে কুকুর মলত্যাগের আগে সঠিক জায়গা, সুবিধা বুঝে নেয়।