আলাপ হয়েছিল চন্দ্রবিন্দুর গানের আলোচনা নিয়ে। সেই আড্ডা গড়িয়ে ছিল অনেক দূর। ভালবাসার অনেক আগে বন্ধুত্ব গভীর হয়ে গিয়েছিল দু’জনের। তার পরে অবশ্য যথাক্রমে প্রেম, সম্পর্ক এবং শেষমেশ সাত পাকে বাঁধা পড়েছিলেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। বিয়ের প্রায় ৬ বছর পর তাঁরা যৌথ ভাবে টুইটারে জানান, বিচ্ছেদ বেছে নিলেন তাঁরা। এর পর থেকে ফের ‘বন্ধু’ হয়েই থাকবেন দু’জনে।
‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখে যাঁরা বড় হয়েছেন, তাঁদের অনেকের কাছেই এখনও ‘পেয়ার দোস্তি হ্যায়’। তবে বলিউডের বাইরে বেরোলে অনেকেই মানবেন যে, প্রেম মানেই বন্ধুত্ব নয়। তবে পাশাপাশি এটাও অনেকেই এক বাক্যে মানবেন, যে কোনও সম্পর্কের একটি বড় অংশ জু়ড়ে থাকে বন্ধুত্ব। যদি মন খুলে নিজের কথা একে অপরকে বলতেই না পারেন, পছন্দ-অপছন্দ নিয়ে আনন্দ-তর্কে না জড়াতে পারেন, একে অপরের ভাল বন্ধু না হয়ে উঠতে পারেন, তা হলে সেই সম্পর্ক পোক্ত হওয়া মুশকিল। কিন্তু একটি বিয়ে টিকিয়ে রাখতে বন্ধুত্বের ভূমিকা ঠিক কতটা? শুধু বন্ধুত্ব দিয়ে কি একটি বিয়ে টিকিয়ে রাখা সম্ভব?