Advertisement
২৫ এপ্রিল ২০২৪
sex life

মাত্র তিন আউন্স! ভায়াগ্রার মতো শক্তিশালী হাতের কাছে থাকা এই জিনিস

সম্প্রতি যৌন সম্পর্কে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব নিয়ে করা একটি গবেষণায় এ বার এই ‘ম্যাজিক ফুড’-এর সন্ধান দিলেন এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

যৌন সম্পর্ক মধুর করার ভাণ্ডার প্রকৃতিতেই মজুত। ছবি: আইস্টক।

যৌন সম্পর্ক মধুর করার ভাণ্ডার প্রকৃতিতেই মজুত। ছবি: আইস্টক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৬:২৪
Share: Save:

শীতে সাধারণ ঠান্ডা লাগা, শ্লেষ্মার অসুখ থেকে দূরে রাখে যে প্রাকৃতিক তরল, সেই জিনিসই দাম্পত্যসুখে ভেল্কি দেখাতে পারে কখনও ভেবেছেন? হাতের কাছেই মজুত এই জিনিসেই যৌন হরমোনরা থাকছে সক্রিয়। এর রাসায়নিক উপাদান রক্তবাহকে স্ফীত করে রক্তপ্রবাহ বাড়ায়। রক্তবাহ বৃদ্ধিতে যৌন উদ্দীপনাও বাড়ে!

এ বার সে কথাই জানাচ্ছেন ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি যৌন সম্পর্কে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব নিয়ে করা একটি গবেষণায় এ বার এই ‘ম্যাজিক ফুড’-এর সন্ধান দিলেন এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের মতে, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন উত্তেজনা বৃদ্ধি ও যৌন স্বাস্থ্যকে সতেজ রাখতে বিশেষ ভূমিকা পালন করে চাকভাঙা মধু

পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরণের ক্ষরণ ও বৃদ্ধিতে মধুর বিশেষ ক্ষমতা আছে বলে দাবি গবেষকদের। আবার মধুর অন্যতম উপাদান বোরন স্ত্রীদেহের যৌন হরমোন ইস্ট্রোজেন ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে। যৌন হরমোনদের ক্ষেত্রে মধুর এই প্রভাবের কথা জেনে বিস্মিত গবেষকরাও।

আরও পড়ুন: যৌন ক্ষমতা বাড়াতে প্রতি দিন খাদ্যতালিকায় রাখুন এ সব

গবেষণায় দেখা গিয়েছে, তিন আউন্স মধুতেই লুকিয়ে আছে রতিসুখের জাদু! দেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা বিশেষ হারে বাড়িয়ে দেয় মধু। এতে উপস্থিত রাসায়নিকগুলি রক্তবাহকে স্ফীত করে রক্তপ্রবাহ বাড়ায়। যৌনাঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে শরীরে শক্তি উৎপন্ন যেমন হয়, তেমনই যৌন উত্তেজনাও বৃদ্ধি পায়।

চাকভাঙা মধুতেই রয়েছে রতিসুখের চাবিকাঠি।

গবেষণার প্রধান ড. ডেভিড বেনটনেরল মতে, ‘‘শারীরিক মিলনকে সুন্দর করে তোলার চাবিকাঠি আমাদের প্রকৃতিতেই মজুত রয়েছে। কোন কোন প্রাকৃতিক উপাদানের সে ক্ষমতা আছে, তা বুঝতেই এই গবেষণা। এর আগেও নানা পরীক্ষায় প্রমাণ হয়েছে তরমুজ বায়াগ্রাপ সমান কাজ করে। এ বার দেখা গেল, মধুও কিছু কম যায় না। মধু কেবল শারীরিকই নয়, মানসিক উত্তেজনা ও আনন্দও বৃদ্ধি করে। সঙ্গে যোগ হয় যৌন হরমোন ক্ষরণ। ফলে যৌনক্ষম হয়ে উঠতে বিশেষ সাহায্য করে এই মধু।’’

আরও পড়ুন: ঘন ঘন গ্যাস-অম্বল? ওষুধ ছাড়াই হজমের সমস্যা থেকে মুক্তি পান এ সব উপায়ে

ভারত-সহ নানা দেশেই বিয়ের পর নবদম্পতিকে মিষ্টিমুখ করানোর সময় মধু খাওয়ানোর রীতি চালু আছে। কেবল সংস্কৃতি ও দেশগত বা ধর্মগত আচার পালনের জন্যই নয়, বিবাহ পরবর্তী জীবনে নবদম্পতির জীবনে শারীরিক সম্পর্কের উষ্ণতা বজায় রাখতেও এমনটা করা হয় বলেই মত অনেকের।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fitness Tips Health Tips Honey মধু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE