সল্টলেকের পুজোর তালিকায় কয়েক বছর ধরে এগিয়ে এফডি ব্লক। এ বছর তাদের ভাবনায় উঠে এসেছে ‘দর্পণ দৃষ্টি’। গোটা মণ্ডপের সাজসজ্জা হয়েছে দর্পণ দিয়ে। সল্টলেক চত্বরে ঠাকুর দেখতে গেলে এফডি ব্লক না দেখলে চলবে না। তবে কেবল ঠাকুর দেখলেই তো চলবে না, প্যান্ডেল হপিংয়ের ফাঁকে পেটপুজোও করতে হবে বইকি! এফ ডি ব্লকে ঠাকুর দেখার পর খাওয়াদাওয়ার পরিকল্পনা থাকলে কোথায় যেতে পারেন, রইল তার হদিস।
লাসিবো ২: সুন্দর ঝাঁ-চকচকে পরিবেশে পুজোর পেটপুজো সারতে হলে এই ঠিকানায় ঢুঁ মারতেই পারেন। পৃথিবীর নানা প্রান্তের খাবার পরিবেশন করা হয় এই রেস্তরাঁয়। সুশি, ডাম্পলিং থেকে টাংরি কবাব, গলৌটি কবাব— একই ছাদের নীচে নানা প্রান্তের খাবার চেখে দেখতে পারবেন এই ঠিকানায়। কন্টিনেন্টাল খাবারের মধ্যে রোস্টেড ল্যাম্ব চপটা খেতে ভুললে কিন্তু চলবে না।
ক্যাফে ৩৬০ ডিগ্রি: ঠাকুর দেখার ফাঁকে চা-কফির ব্রেক চাইলে এই ক্যাফে থেকে ঘুরে আসতে পারেন। চা-কফির সঙ্গে ‘টা’ চাইলে পেয়ে যাবেন রকমারি সম্ভার। গার্লিক ব্রেড, পিৎজ়া, স্যান্ডউইচ থেকে শুরু করে চাইনিজ় খাবার— সবই পেয়ে যাবেন এই ঠিকানা। পুজোয় নিরামিষ খাওয়ার ঠিকানার খোঁজ করলে এই রেস্তরাঁটিকে রাখতেই পারেন পছন্দের তালিকায়।
আরও পড়ুন:
সিওল: কোরিয়ান ড্রামার মতো এখন কোরিয়ান খাবারও বেশ মনে ধরেছে শহরবাসীর। কোরিয়ান খাবার খাওয়ার শখ থাকলে এই রেস্তরাঁয় যেতেই পারেন। কিমচি প্যানকেক থেকে র্যামেন, গিমবাপ থেকে জাপচাই— এই ঠিকানায় পাবেন সবটাই। পুজোর মেনুতে চেনা খাবারের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদের খাবার চেখে দেখতে হলে এই ঠিকানায় যেতেই পারেন।
চার্নক’স: মোগলাই থেকে ফিউশন, বাঙালি থেকে চাইনিজ়— পরিবারের সকলের পছন্দ এক এক রকম। তা হলে পুজোয় এই রেস্তরাঁ থেকে ঢুঁ মারতেই পারেন। কবাব প্ল্যাটার, বিরিয়ানি, পেশওয়ারি ল্যাম্ব চপের পাশাপাশি এই ঠিকানায় পেয়ে যাবেন আলু পোস্ত, চিংড়ি ভাপা, মোচা-চিংড়ির ঘণ্টের মতো বাঙালি খাবারও। তাই পরিবারের সকলের পছন্দের কথা মাথায় রেখে এই ঠিকানায় যেতেই পারেন।
এইট্থ ডে ক্যাফে: পুজোতেও স্বাস্থ্য নিয়ে কোনও রকম আপস না চাইলে এই ঠিকানায় করতে পারেন পেটপুজো। রকমারি স্যালাড থেকে স্বাস্থ্যকর র্যাপ পেয়ে যাবেন এই ঠিকানায়। তবে স্বাস্থ্যকর বলে খাবারের স্বাদের সঙ্গে কোনও রকম আপস করতে হবে না। এই ঠিকানায় পেয়ে যাবেন কফির রকমারি সম্ভার। পুজোয় ঠাকুর দেখার পর প্রিয়জনের সঙ্গে কফি ডেটে যেতে চাইলে এই ঠিকানায় ঢুঁ মারতেই হবে। কফির সঙ্গে বাহারি স্যান্ডউইচ, কুকিজ়, কাপ কেক খেলেও নিরাশ হবেন না।
মল্লিকা: এই ঠিকানায় পেয়ে যাবেন রকমারি চাইনিজ় খাবারের সম্ভার। যাঁরা পুজোতেও ভাল চিনা খাবারের রেস্তরাঁর খোঁজ করছেন মল্লিকা থেকে এক বার ঘুরে আসতেই পারেন। ফ্রায়েড রাইস, চিলি চিকেন থেকে চিকেন ড্রামস্টিক, আমেরিকান চপসি থেকে সেজ়ুয়ান প্রন— এই ঠিকানায় পাবেন সবই। চাইনিজ়ের পাশাপাশি ভারতীয় খাবারও পেয়ে যাবেন এই ঠিকানায়। চেখে দেখতে পারেন এখানকার রোলও।