Advertisement
০২ মে ২০২৪
Gender Equity

Gender Equality: নারীদেরও খালি গায়ে সাঁতার কাটার অনুরোধ, লিঙ্গবৈষম্য দূর করার বার্তা স্পেনের

পুরুষদের শরীর দেখা গেলে কারও আপত্তি নেই, কিন্তু নারীদের নিয়ে শুরু হয় নানা কথা। এই ধারা ভাঙতে নতুন উদ্যোগ স্পেনের।

লিঙ্গভেদ ঘোচাতে উদ্যোগ।

লিঙ্গভেদ ঘোচাতে উদ্যোগ। ছবি-প্রতীকী

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৭:৪২
Share: Save:

মেয়েদের ‘যৌনতার চিহ্ন’ হিসাবে দেখা হয়। ছোটবেলা থেকেই তাদের প্রতি সমাজের এমন আচরণ। সারা জীবন তা বয়ে চলতে হয় নারীদের। সব সময়ে, সর্বত্র এক নারীকে নিজের স্তন আবৃত করে রাখতে হবে— এই নিয়মই তার প্রমাণ। এই অলিখিত নিয়ম ভেঙে ফেলতে নারীদেরও উপরের পোশাক ছাড়াই সাঁতার কাটতে উৎসাহ দিচ্ছে স্পেন প্রশাসন।

সম্প্রতি স্পেনের কয়েকটি সুইমিং পুলে ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক না পরা নারীদের সাঁতার কাটতে বাধা দেওয়া হয়। তার পরই কাতালুনিয়ার ‘ডিপার্টমেন্ট অব ইকুয়ালিটি অ্যান্ড ফেমিনিজম’-এর তরফ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় এই মর্মে। সেখানেই লিঙ্গবৈষম্য কমাতে পুরুষদের সঙ্গে নারীদেরও খালি গায়ে সাঁতার কাটার বার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, পুরুষদের শরীর প্রদর্শন নিয়ে কারও আপত্তি নেই, কিন্তু নারীর স্তন দেখা গেলেই তা নিয়ে কথা শুরু হয়। নারীদের নিজের দেহের উপর সম্পূর্ণ অধিকার থাকা উচিত। ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাখবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীদের হাতেই থাকা উচিত। বিষয়টি মত প্রকাশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করা হয় ওই বিজ্ঞাপনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gender Equity Spain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE