মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে আছে পশুগুলি ছবি: সংগৃহীত
দৃষ্টিবিভ্রম বা ‘অপ্টিক্যাল ইলিউশনের’ ছবি নেটমাধ্যমে এই মুহূর্তে অজস্র। মাঝেমাঝেই সে সব ভাইরাল হয়। ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালবাসেন অনেকেই। এ বারেও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ছবিটির নাম ‘পাজলড ফক্স’ বা বিভ্রান্ত শেয়াল।
ভাইরাল ছবিটি একটি জঙ্গলের। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি শেয়াল গাছে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু শুধু শেয়াল নয়, ছবিটিতে লুকিয়ে রয়েছে আরও অন্তত ১৫টি পশু। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও, অনেকেই মনে করেন, ১৮৭২ সালে আমেরিকার কুরিয়ার ও ইভস এই ছবিটি তৈরি করেন। প্রায় ১৫০ বছর পরেও মানুষের মন জয় করে চলেছে ছবিটি।
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে আছে পশুগুলি। তাই সবকটি পশু খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যাঁরা হাজার খুঁজেও পাচ্ছেন না পশুগুলির হদিশ, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy