সিনেমা হলে গিয়ে সপ্তাহান্তে একটু আনন্দ করার মতো সুযোগ অনেক দিন ধরেই মিলছে না। লকডাউন কাটছে বাড়ি বসেই। সেই একঘেয়েমির মধ্যে স্বাদবদল ঘটাতে পারে একটা সুন্দর সন্ধ্যা। কঠিন কোনও কাজ নয়। নিজের জনেদের সঙ্গে একটা পছন্দের সিনেমা দেখাই যায়।
সে আর এমন কী, তাই ভাবছেন? সাদামাঠা সন্ধ্যাকে আপনিই পারেন অন্য ভাবে সাজাতে। সপ্তাহে একটা দিন রাখুন না একসঙ্গে সিনেমা দেখার জন্য। নিজের মতো করে সেই সন্ধ্যাটি সাজান।
কী করবেন এই সিনেমা দেখার সন্ধ্যাকে বাকি দিনের থেকে আলাদা করতে?