Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Virat Kohli’s Food Habits

দিল্লির ছোলা-বটুরার স্বাদ কি মুম্বইয়ে খুঁজে পেলেন বিরাট কোহলী?

সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিরাট নিজের খাদ্যাভাস, খাবারে কী পছন্দ কী অপছন্দ, দিল্লি ও মুম্বইয়ের খাবার কতটা আলাদা, সে সব নানা কথা ভাগ করে নিয়েছের ভক্তদের সঙ্গে।

ফিটনেস আর ডায়েট নিয়ে বিরাট সদা সতর্ক।

ফিটনেস আর ডায়েট নিয়ে বিরাট সদা সতর্ক। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৫:৫৩
Share: Save:

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী যে ফর্মেই থাকুন না কেন, ফিটনেস আর ডায়েট নিয়ে তিনি সদা সতর্ক। সেই বিষয়ে কোনও রকম আপস একেবারেই না-পসন্দ বিরাটের। বিরাট এক জন ক্রীড়াবিদ। তাই তাঁকে সর্বদা ফিট তো থাকতেই হবে। ঘণ্টার পর ঘণ্টা মাঠে চলে অনুশীলন আর দীর্ঘ ক্ষণের ভারী ওয়ার্কআউট। পুষ্টিবিদের পরামর্শে মেনে চলে কড়া ডায়েট প্ল্যান নিয়ম করে মেনে চলা তাঁর রোজের রুটিনের অংশ। অথচ বিরাট কিন্তু বেশ খাদ্যরসিক! কী ভাবে ভাল খাবার দেখলেও নিজেকে ধরে রাখেন বিরাট? তিনি বলেন, ‘‘নিজের ফিটনেসকে ধরে রাখা কিন্তু মোটেও সহজ কাজ নয়, তবে দিনের শেষে আপনি যখন আপনার শরীরের ভাল পরিবর্তনগুলি যখন চোখে ধরা দিতে শুরু করবে, তখন সুস্থ থাকা নেশার মতো হয়ে যাবে।’’

বিভিন্ন প্রদেশের খাবার চেখে দেখার শখ রয়েছে বিরাটের। সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিরাট নিজের খাদ্যাভাস, খাবারে কী পছন্দ কী অপছন্দ, দিল্লি ও মুম্বইয়ের খাবার কতটা আলাদা সেই সব বিষয় নানা কথা ভাগ করে নিয়েছের তাঁর ভক্তদের সঙ্গে।

মুম্বই না কি দিল্লি, কোন রাজ্যের খাবার তার বেশি প্রিয়?

জবাবে বিরাট বলেন, ‘‘আগে আমি বিশ্বাস করতাম যে, দিল্লির খাবারের চেয়ে ভাল আর কিছুই হয় না। আমি মনে করতাম মুম্বইতে খাওয়ার ভাল জায়গা নেই। কিন্তু আমার এই ধারণা একেবারেই ভুল। মুম্বইতেও খাওয়ার অনেক ভাল জায়গা আছে। মুম্বইয়ের রাস্তার ধারের যে সব খাবার পাওয়া যায়, তা-ও খুব ভাল। দুই জায়গায়ই নিজ নিজ বৈচিত্রে অনন্য!’’

বিভিন্ন প্রদেশের খাবার চেখে দেখার শখ রয়েছে বিরাটের।

বিভিন্ন প্রদেশের খাবার চেখে দেখার শখ রয়েছে বিরাটের। ছবি: সংগৃহীত

ছোটবেলায় কোন ‘স্ট্রিট ফুড’ বিরাটের সবচেয়ে প্রিয় ছিল?

বিরাট বললেন, ‘‘আমার স্কুলের সামনে রিকশায় করে এক জন মিষ্টি চাটনির সঙ্গে ব্রেড পকোড়া বিক্রি করতেন। সেই স্বাদ কখনও ভোলার নয়। এ ছাড়া কর্ন পাফ খেতে আমি খুব ভালবাসতাম।’’

কোন খাবারের স্বাদ একেবারেই পছন্দ হয়নি বিরাটের?

বিরাট বললেন, ‘‘সম্প্রতি আমি প্যারিসে গিয়েছিলাম। নিরামিষাশী হিসাবে আমার কাছে সেই শহরের খাবার দুঃস্বপ্নের মতো। নিরামিষ খাবারের বিকল্প সেখানে খুবই কম।’’

কোন দেশের খাবার তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন?

ভুটানে গিয়ে খুব ভাল খাবার খেয়েছিলেন বিরাট। বলেন, ‘‘সেখানে গিয়ে আমি একদম তাজা সব্জির স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছি। চাষিদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে বসে খাবার খেয়েছি। সেই খাবারের স্বাদই আলাদা।’’

বিরাটের প্রিয় খাবার দিল্লির ছোলে বটুরা! বরের জন্য সে রকম স্বাদের ছোলে বটুরার খোঁজ বিয়ের পর থেকেই জারি ছিল অনুষ্কার। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অনুষ্কা জানান, অবশেষে দিল্লির স্বাদের ছোলে বটুরা মুম্বইয়ের এক রেস্তরাঁতেও পাওয়া যাচ্ছে। আমি সেই রেস্তরাঁর হদিস দিতে পেরেছি বলে বিরাট খুবই খুশি। এখন আর মুম্বই নিয়ে কোনও আক্ষেপ নেই বিরাটের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Food habits Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE