Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Eyes

Sneeze: চোখ খুলে হাঁচলে কি ঘটতে পারে বিপত্তি? কী বলেন চিকিৎসকরা

চোখ খুলে হাঁচলে নাকি বেরিয়ে আসতে পারে মণি। তা কি সত্যি?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ২১:৩৫
Share: Save:

হাঁচি কেন হয়? এর পিছনে নানা কারণ আছে। এমনই বলে থাকেন বিজ্ঞানীরা। তবে মূলত ভিতর থেকে ধুলো, ময়লা, ধোঁয়া বার করে দেওয়ার জন্যই হয় হাঁচি। সে যা-ই হোক, হাঁচি হল এক অবাক করা শারীরিক প্রক্রিয়া। নাক-মুখ কুঁচকে, চোখ প্রায় বন্ধ হয়ে যায়। সব মিলে অদ্ভূত দেখায় মানুষকে।

কিন্তু চোখ খুলে কি হাঁচা যায়? তা কি কেউ বলতে পারবেন?

এ নিয়ে অনেক গল্প আছে। একটি তো অতি প্রচলিত। বলা হয়, চোখ খুলে হাঁচলে নাকি বেরিয়ে আসতে পারে মণি। তা কি সত্যি? এমন মোটেই নয়, বক্তব্য চিকিৎসকদের। তবে ১৮৮২ সালে এক মহিলার এ রকম হয়েছিল বলে শোনা যায়। সেই থেকেই এই গল্প প্রচলিত হয়েছে বলে মনে করেন কেউ কেউ। তবে চিকিৎসকদের একাংশ এই ঘটনাটি সত্যি বলেও মনে মানতে চান না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তা হলে কি চোখ খুলে হাঁচলে কোনওই সমস্যা নেই?

সমস্যা বিশেষ নেই বলেই বক্তব্য চিকিৎসকদের। তবে চোখ খুলে তেমন কাউকে হাঁচতে দেখাও যায় না। হাঁচি এলেই চোখ নিজ নিয়মে বন্ধ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। একে রিফ্লেক্স বলেন চিকিৎসকরা। বিজ্ঞানীদের ব্যাখ্যা, হাঁচি সঙ্গে বেরিয়ে আসা ধুলো-ময়লা যাতে চোখে না ঢুকতে পারে, সে কারণেই এমন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Eyes cold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE