Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Gujrat

ভোটপ্রচারে বিজেপির নয়া হাতিয়ার শাড়ি!

ভারত পাকিস্তান সংঘাতের ঢেউ এসে আছড়ে পড়েছে পোশাকেও। সৌজন্যে ভারতীয় জনতা পার্টি। বিজেপির উদ্যোগে বিশেষ ধরনের শাড়ি তৈরি করা হচ্ছে গুজরাতের কারখানায়।

অভিনব এই শাড়িই নির্বাচনের অন্যতম চমক। ছবি: এএফপি

অভিনব এই শাড়িই নির্বাচনের অন্যতম চমক। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
সুরত শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৯:৫৭
Share: Save:

ভারত পাকিস্তান সংঘাতের ঢেউ এসে আছড়ে পড়েছে পোশাকেও। সৌজন্যে ভারতীয় জনতা পার্টিবিজেপির উদ্যোগে বিশেষ ধরনের শাড়ি তৈরি করা হচ্ছে গুজরাতের কারখানায়। ওই শাড়িতে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ও ভারতীয় সেনাদের ছবি। একটি শাড়িতে দেখা যাচ্ছে ভারতীয় সেনার ব্যবহারের টুপি মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। শাড়িগুলির দাম রাখা হয়েছে ১৫০ টাকা থেকে শুরু করে ৬৫০ টাকার মধ্যে।

বিজেপির ক্রিয়েটিভ সেলের প্রধান আশিস জৈন জানিয়েছেন আসন্ন নির্বাচনে প্রচারের প্রেক্ষিতে গুজরাতের কারখানায় এই অভিনব ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে। জয়পুরের বিজেপি সদর দফতরে গত ১০ মার্চ, রবিবার এই শাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শাড়িগুলিতে নরেন্দ্র মোদীর ছবি ছাড়াও বিজেপি সভাপতি অমিত শাহ-সহ অন্য নেতাদের ছবি। শাড়িতে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছবিও রয়েছে।

বিজেপি মহিলা মোর্চার সভাপতি মধু শর্মা জানিয়েছেন যে, দলের মহিলা সেল ছাড়াও সাধারণ মানুষও এই শাড়ি অর্ডার করতে পারবেন। মূলত নির্বাচনী প্রচারে ব্যবহার করবার জন্যই এই শাড়িগুলি বাজারে আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শাড়ি ছাড়াও বিজেপি লেখা ও লোগো সম্বলিত হেয়ার ক্লিপ, ঘড়ি, সানগ্লাস, হেলমেট, ছাতা, পতাকা, মগ ইত্যাদিও নিয়ে আসা হয়েছে বাজারে।

আরও পড়ুন: সন্তানদের পাশের ঘরে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ দুই জামাইবাবুর!

আরও পড়ুন: কাশ্মীরে লোকসভা হতে পারে, বিধানসভা ভোট নয় কেন? প্রশ্ন ফারুকের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujrat BJP Narendra Modi Saree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE