Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Aligarh

৫০০০ টাকা ধার না মেটানোর ‘শাস্তি’, আড়াই বছরের শিশুকে চোখ খুবলে, গলা টিপে খুন!

অপহরণ, খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি। —শৌভিক দেবনাথ

প্রতীকী ছবি। —শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
আলিগড় শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৬:১৩
Share: Save:

মাত্র ৫ হাজার টাকার দেনা। শোধ দিতে না পারায় ঋণগ্রহীতার আড়াই বছরের শিশুকন্যাকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে। গলা টিপে খুন করার আগে ওই শিশুর চোখ তুলে নেওয়া হয়েছে। দুমড়ে-মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে হাত। উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তপ্পল এলাকায় মৃতদেহ উদ্ধার হওয়ার পরই দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩১ মে ওই শিশুর বাবা আলিগড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তার পর বুধবার স্থানীয় একটি চাষের জমিতে কুকুরদের জমায়েত এবং তীব্র দুর্গন্ধে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দিলে আলিগড় থানার পুলিশ ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অপহরণ, খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য দিকে খুনের আগে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ তুলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তপ্পল এলাকার বাসিন্দারা। কিন্তু বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আলিগড়ের এসএসপি আকাশ কুলহরি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। চোখ উপড়ে নেওয়া এবং হাত দুমড়ে-মুচড়ে ভেঙে দেওয়ার প্রমাণও মিলেছে। তবে যৌন নির্যাতন বা ধর্ষণের কোনও চিহ্ন বা প্রমাণ মেলেনি ময়নাতদন্তে।

আরও পড়ুন: পর পর বিকট শব্দে রাস্তায় ফাটল ট্যাংরায়, নালার গ্যাস থেকে বিপত্তি বলে অনুমান

আরও পডু়ন: গ্রাহকদের স্বস্তি দিয়ে আরটিজিএস-এনইএফটি-তে উঠে যাচ্ছে ব্যাঙ্ক চার্জ, এটিএম চার্জও কমার সম্ভাবনা

কিন্তু কেন একরত্তি শিশুকে এমন নৃশংস হত্যা? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এলাকারই বাসিন্দা জাহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০০০ টাকা ধার নিয়েছিলেন ওই শিশুর বাবা। জাহিদ আবার তাঁদের আত্মীয়ও। ঘটনার কয়েক দিন আগেই জাহিদের সঙ্গে নিহত শিশুর বাবা ও দাদুর সঙ্গে ওই টাকা নিয়ে বচসা হয়। তার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, ঘটনায় দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। খুনের আগে ওই শিশুকে অপহরণ করে কোথাও রাখা হয়েছিল কিনা, খুনের ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, এই সব বিষয়ই খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aligarh Murder Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE