বোতলের সাহায্য দরজা বন্ধ রাখার অভিনব পদ্ধতিতে মোহিত হলেন ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। দরজা বন্ধের ওই পদ্ধতিতে মুগ্ধ হয়ে তিনি বলেছেন, “আমাদের ছোট্ট ছোট্ট উদ্ভাবন দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান করে দেয়।” দরজা বন্ধ করার ওই ভিডিয়োও তিনি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দরজার উপর থেকে দড়ি দিয়ে ঝোলানো হয়েছে জলভর্তি একটি বোতল। কেউ দরজা ঠেলে বাইরে এল। কিন্তু বেরিয়ে যাওয়ার পর তাঁকে আর দরজা বন্ধের জন্য ভাবতে হল না। বোতলের ভারে নিজে থেকেই বন্ধ হয়ে গেল দরজাটি।
ভিডিয়োটি করা হয়েছিল টিকটকে। তার পর সেটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। আর দরজা বন্ধের এই উদ্ভাবনী প্রয়াস দেখে মোহিত আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘১৫০০ টাকার হাইড্রোলিকের কাজ ২টাকার বোতলের সাহায্যেই করে নিচ্ছেন এই ব্যক্তি।’
দেখুন সেই ভিডিয়ো-
My #whatsappwonderbox is filled with examples of modest, but out-of-the-box thinking applied to everyday problems. This person spent just ₹2 to rig this door closure versus ₹1500 for a hydraulic one! How do we channel this creativity so that we move from Jugaad to Jhakaas! pic.twitter.com/azla5WoyjI
— anand mahindra (@anandmahindra) June 27, 2019
আরও পড়ুন: পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা! চালকের তৎপরতায় বাঁচল সেনার জাগুয়ার বিমান
আরও পড়ুন: প্রবল বৃষ্টির জেরে পুণেতে দেওয়াল চাপা পড়ে মৃত অন্তত ১৫