Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal

সরাসরি সরাতেই সরব তাঁদের শৈল্পিক সহাবস্থান

‘অটাম ফেস্টিভ্যাল’ উদ্‌যাপন করল দেবভাষা কর্তৃপক্ষ। প্রদর্শনীতে ১৩ জনের ৪২টি সরাচিত্র ছিল ও গণেশ হালুইয়ের পাঁচটি কাগজের চিত্র ছিল।

ঐতিহ্য: সরাচিত্র নিয়ে প্রদর্শনী।

ঐতিহ্য: সরাচিত্র নিয়ে প্রদর্শনী।

অতনু বসু 
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share: Save:

পশ্চিমবঙ্গে সরা চিত্রকলার একটা সুনাম, সেই সঙ্গে বেশ কদরও আছে। প্রাথমিক ভাবে দেখতে গেলে, পটচিত্রের সঙ্গে এর বিশেষ একটা পার্থক্য যেমন আছে, মিলও আছে। আজও বহু জেলায় সরা আঁকা হয়। পুজো-পার্বণ, ধর্মীয় নানা উপচার-অনুষ্ঠানে সরা আঁকার রেওয়াজ বহুকাল ধরে চলে আসছে। বংশ-পরম্পরায় এই সরা আঁকার চল আজও বিদ্যমান। তবে দেবদেবীকে কেন্দ্র করেই সে সব সরা আঁকা হয়। বাংলায় সরা চিত্রকলার ঐতিহ্য বহুকালের। সরাচিত্রের বিস্ময়কর সংগ্রহ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। সংগ্রাহকও প্রচুর। বিশেষত এর দু’টি দিক উল্লেখ্য, প্রাচীন দুষ্প্রাপ্য সরাচিত্র ও ভারতীয় শিল্পীদের আঁকা আধুনিক সব সরাচিত্র। সম্প্রতি এই দ্বিতীয় ধরনের সরাচিত্র নিয়ে ‘অটাম ফেস্টিভ্যাল’ উদ্‌যাপন করল দেবভাষা কর্তৃপক্ষ। প্রদর্শনীতে ১৩ জনের ৪২টি সরাচিত্র ছিল ও গণেশ হালুইয়ের পাঁচটি কাগজের চিত্র ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Sora Art Exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE