একে শীতকাল, তার উপর বড়দিন। অনেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে কেক তৈরির প্রস্তুতি। চকোলেট কেক, ভ্যানিলা কেক, প্লাম কেক, সর্বোপরি ফ্রুট কেক তো আছেই। তবে এই শীতকালে একটু আলাদা হলে মন্দ কী? শীতকাল মানেই বাড়িতে কমলালেবুর আগমন ঘটেছে। শুধু শুধু কমলালেবুর কোয়া মুখে পুরতে বিরক্ত লাগলে তা দিয়ে বানিয়ে ফেলুন অরেঞ্জ চকোলেট কেক।
উপকরণ
১)ডিম: ৩টে