Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Nolen Gur

Ice Cream: তিনটি উপকরণেই কেল্লাফতে! বানিয়ে ফেলুন নলেন গুড়ের আইসক্রিম

রসগোল্লা, সন্দেশই হোক বা পিঠে পায়েস, নলেন গুড়ের ছোঁয়ায় সকলেই পায় আলাদা মাত্রা। কিন্তু নলেন গুড়ের আইসক্রিম খেয়েছেন কি?

নলেন গুড়ের আইসক্রিম বানানোর পদ্ধতি

নলেন গুড়ের আইসক্রিম বানানোর পদ্ধতি ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৮:১৪
Share: Save:

বাঙালির শীতকাল মানেই নলেন গুড়। রসগোল্লা, সন্দেশই হোক বা পিঠে পায়েস, নলেন গুড়ের ছোঁয়ায় সবই পায় আলাদা মাত্রা। কিন্তু নলেন গুড়ের আইসক্রিম খেয়েছেন কি? জেনে নিন কী ভাবে বানাবেন জিভে জল আনা এই পদ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ:

দুধ: ৫০০ গ্রাম

নলেন গুড় (পাটালি): ২৫০ গ্রাম

ফ্রেশ ক্রিম: ২৫০ গ্রাম

প্রণালী:

১। দুধ একটি পাত্রে বসিয়ে ভাল করে ফোটান মাঝারি আঁচে। দুধ ঘন হয়ে না আসা পর্যন্ত নাড়তে থাকুন।

২। এ বার দুধে ক্রিম যোগ করুন। এতে আরও ঘন হয়ে আসবে দুধ।

দুধ ফুটে উঠলে তাতে গুড় দিয়ে দিন। হাতা দিয়ে নাড়তে থাকবেন যাতে গুড় গলে মিশে যায় ক্রিমে।

৩। ঘন হয়ে এলে, নামিয়ে, ঠান্ডা করে তার পর ফ্রিজে ঢুকিয়ে দেবেন, ১২ ঘণ্টা বা সারা রাতের জন্য।

৪। মিশ্রণ জমে গেলেই তৈরি নলেন গুড়ের আইসক্রিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nolen Gur Winter Recipes Nolen gurer ice cream
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE